অনলাইন ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত উত্তর–পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে বাণিজ্য সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এই রাজ্যগুলোকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত উল্লেখ করে তাদের সমুদ্রপথে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে ‘গার্ডিয়ান’ বলে অভিহিত করেছেন তিনি। এ নিয়ে ভারতে
১৩ মিনিট আগেচলতি সপ্তাহে রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব খাদ্য ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আমেরিকান কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে জরুরি সহায়তা প্রদানের অংশ হিসেবে সরবরাহ করা হবে
৩০ মিনিট আগেএর আগে আজ বিকেলের দিকে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দেন।
৪২ মিনিট আগেআশুলিয়া ও রাজধানীর চানখাঁরপুলে হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে খসড়া প্রতিবেদন পেয়েছি। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ হাতে পাবো। আর হাতে পাওয়া মাত্রই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে...
১ ঘণ্টা আগে