সেন্ট মার্টিনে নভেম্বরে রাতে থাকতে পারবেন না পর্যটকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১: ০৮
Thumbnail image

সেন্ট মার্টিনে ভ্রমণ নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি জানান, আগামী নভেম্বরে পর্যটকেরা সেন্ট মার্টিনে যেতে পারলেও রাতে অবস্থান করতে পারবেন না। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকেরা রাতেও অবস্থান করতে পারবেন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘নভেম্বরে রাতে সেন্ট মার্টিনে থাকতে পারবেন না পর্যটকেরা। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন দুই হাজার করে পর্যটক যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া সেন্ট মার্টিনে ওয়ান-টাইমের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’

এর আগে গত ৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর করা হবে। সেন্ট মার্টিন, কক্সবাজার ও কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করব। এটা এক দিনে হবে না। কিন্তু কাজটা শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত