অনলাইন ডেস্ক
শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের একজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন।
একই রকম পদোন্নতি অনিয়মের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন।
মামলায় মন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া নানাবিধ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।
আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এম সরোয়ার হোসেন নামের একজন আইনজীবী সাবেক এই বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।
শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের একজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন।
একই রকম পদোন্নতি অনিয়মের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন।
মামলায় মন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া নানাবিধ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।
আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এম সরোয়ার হোসেন নামের একজন আইনজীবী সাবেক এই বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।
সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত উত্তর–পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে বাণিজ্য সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এই রাজ্যগুলোকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত উল্লেখ করে তাদের সমুদ্রপথে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে ‘গার্ডিয়ান’ বলে অভিহিত করেছেন তিনি। এ নিয়ে ভারতে
১৩ মিনিট আগেচলতি সপ্তাহে রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব খাদ্য ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আমেরিকান কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে জরুরি সহায়তা প্রদানের অংশ হিসেবে সরবরাহ করা হবে
৩০ মিনিট আগেএর আগে আজ বিকেলের দিকে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দেন।
৪২ মিনিট আগেআশুলিয়া ও রাজধানীর চানখাঁরপুলে হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে খসড়া প্রতিবেদন পেয়েছি। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ হাতে পাবো। আর হাতে পাওয়া মাত্রই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে...
১ ঘণ্টা আগে