Ajker Patrika

আজ নয়, ফাইজারের ১০ লাখ টিকা আসবে বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ নয়, ফাইজারের ১০ লাখ টিকা আসবে বুধবার

দুই দফায় আগেই জানানো হয়েছিল কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে ফাইজারের আরও ১০ লাখ টিকা দেশে পাচ্ছে বাংলাদেশ। তবে আজ নয়, আগামী ১ সেপ্টেম্বর টিকাগুলো দেশে পৌঁছাবে বলে নতুন করে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

নতুন তথ্যে বলা হয়েছে, আগামী বুধবার বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনের একটি বিমান আমেরিকা থেকে টিকাগুলো নিয়ে পৌঁছাবে। 

এ ছাড়া চীন থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসার কথা। সেটিও আজ পৌঁছাবে কিনা এখনো নিশ্চিত নয় মন্ত্রণালয়। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চীনের টিকা কখন আসবে সেটি পরে জানানো হবে। 

গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসার কথা জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে ১০ লাখ ডোজ টিকা আসছে। সেপ্টেম্বরে ধাপে ধাপে বাকি ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে জানানো হয়েছে। 

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমেই ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত