Ajker Patrika

যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫: ১৩
যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনা মহামারি এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য কিছুটা বাড়ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এ ছাড়া যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা পরিস্থিতির সুযোগ গ্রহণ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবসে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মানুষের ক্রয়ক্ষমতা তিন গুণ বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। আগে সারা দিন কাজ করে নিম্ন আয়ের মানুষ চার কেজি চাল কিনতে পারত না, এখন ১২ কেজি চাল কিনতে পারছে।’ 

নারীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নারীরা আরও এগিয়ে যেতে পারত, যদি অতীতের সরকারগুলো তাঁদের সুযোগ করে দিত। কিন্তু বিএনপি ও এরশাদের সময়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কেউ কাজ করেনি।’ 

বিএনপির রাজনীতি নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল বলছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। অথচ দেশে এখন কোনো মানুষ না খেয়ে নাই। বরং বাংলাদেশের সব মানুষ আগের চেয়ে সুখে আছে।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তির মধ্যে আপনাদের রাজনীতি সীমাবদ্ধ। এখান থেকে রাজনীতিকে বের করে আনুন।’ 

সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাহফুজা খানম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজা জেসমিন। 

এ ছাড়া প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন প্রমুখ। 

মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর যে অবদান, তা বিশ্বব্যাপী স্বীকৃত। স্বাধীনতার ৫০ বছরে দেশের সার্বিক অগ্রযাত্রার বিচারে বাংলাদেশের সাংবাদিকতায় নারীর সম্পৃক্ততা বেড়েছে। অন্যান্য খাতে নারীরা যেমন দেশ ও দেশের বাইরে পরিচিতি পেয়েছেন, সাংবাদিকতায় যে কয়েকজন নারী ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাঁরাও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত