Ajker Patrika

পিটার হাসকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২৩: ০২
পিটার হাসকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব: ওবায়দুল কাদের

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গণভবনে গেটে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যকে ‘শিষ্টাচার বহির্ভূত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেব। এ ধরনের শিষ্টাচার বহিভূত আচরণ করা মোটেও উচিত নয়।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘সম্মানিত ব্যক্তি—তিনি কূটনীতিক হোক, আর যেই হোক, তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’ 

তফসিল ঘোষণার পরে আওয়ামী লীগের প্রধান কার্য়ালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি হবে। দাম ৫০ হাজার টাকা। এটা অনলাইনেও সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন কাদের। 

কাদের বলেন, ‘অগ্নিসন্ত্রাসের নাশকতার জবাবে নেতা-কর্মীরা সতর্ক পাহারায় রয়েছে তাদের আরও সতর্ক হওয়ার জন্য বলছে শেখ হাসিনা। আটটি বিভাগীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের জেলা সদরে যেতে বলেছেন। নির্বাচন ভন্ডুল করার যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে হবে।’ 

এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ১৪টি উপকমিটি করা হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত