নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিধিনিষেধের পাশাপাশি টিকাদানে জোর দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী আচরণ। উল্টো আগের মতো সংক্রমণ বেড়েই চলেছে, যার জন্য করোনার নতুন ধরন ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে (ধরন) সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, বাংলাদেশেও ধীরে ধীরে সেটি হতে পারে বলে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, ‘অনেকের ধারণা, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই দেশের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেলটা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।’
তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে শনাক্ত রোগী ২২২ শতাংশ বেড়েছে। দেশে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে পূর্ববর্তী বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই।
টিকা গ্রহণের হার বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশে যতসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন, ততসংখ্যক মানুষ টিকা নিচ্ছেন না। তাই আগ্রহের জায়গাটি বাড়াতে হবে। এক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’
বিধিনিষেধের পাশাপাশি টিকাদানে জোর দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী আচরণ। উল্টো আগের মতো সংক্রমণ বেড়েই চলেছে, যার জন্য করোনার নতুন ধরন ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে (ধরন) সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, বাংলাদেশেও ধীরে ধীরে সেটি হতে পারে বলে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, ‘অনেকের ধারণা, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই দেশের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেলটা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।’
তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে শনাক্ত রোগী ২২২ শতাংশ বেড়েছে। দেশে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে পূর্ববর্তী বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই।
টিকা গ্রহণের হার বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশে যতসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন, ততসংখ্যক মানুষ টিকা নিচ্ছেন না। তাই আগ্রহের জায়গাটি বাড়াতে হবে। এক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
১ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১৩ ঘণ্টা আগে