মিয়ানমারের ১৭৯ সীমান্তরক্ষীকে ফেরত পাঠাতে কাজ করছে সরকার 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ২২: ০৭
আপডেট : ১২ মার্চ ২০২৪, ২২: ৪৪

সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৯ সদস্যকে জাহাজযোগে কক্সবাজার থেকে রাখাইনে ফেরত পাঠানো হবে। তাঁদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে দেশটিকে অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা আজকের পত্রিকাকে মঙ্গলবার এ কথা জানান। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যেকোনো পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতেও মিয়ানমারকে অনুরোধ করা হয়েছে। 

বিজিপির ১৭৯ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা ও আরাকান আর্মির সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে তাঁদের সাগরপথেই ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। 

রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের মুখে বিজিপির ১৭৯ সদস্য পালিয়ে গত সোমবার বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির প্রহরায় রাখা হয়েছে। 

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিবি সদস্যকে মিয়ানমার জাহাজ পাঠিয়ে নিয়ে যায়। তাঁদের ফেরত পাঠানোর জন্য দুই দেশে যে এসওপি (স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই করেছিল, তার আওতায় এবার ১৭৯ জনকেও ফেরত পাঠানো হবে। 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, মিয়ানমার থেকে আবারও যে সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আগের মতোই তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত