Ajker Patrika

মিয়ানমারের ১৭৯ সীমান্তরক্ষীকে ফেরত পাঠাতে কাজ করছে সরকার 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৪, ২২: ৪৪
মিয়ানমারের ১৭৯ সীমান্তরক্ষীকে ফেরত পাঠাতে কাজ করছে সরকার 

সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৯ সদস্যকে জাহাজযোগে কক্সবাজার থেকে রাখাইনে ফেরত পাঠানো হবে। তাঁদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে দেশটিকে অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা আজকের পত্রিকাকে মঙ্গলবার এ কথা জানান। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যেকোনো পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতেও মিয়ানমারকে অনুরোধ করা হয়েছে। 

বিজিপির ১৭৯ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা ও আরাকান আর্মির সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে তাঁদের সাগরপথেই ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। 

রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের মুখে বিজিপির ১৭৯ সদস্য পালিয়ে গত সোমবার বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির প্রহরায় রাখা হয়েছে। 

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিবি সদস্যকে মিয়ানমার জাহাজ পাঠিয়ে নিয়ে যায়। তাঁদের ফেরত পাঠানোর জন্য দুই দেশে যে এসওপি (স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই করেছিল, তার আওতায় এবার ১৭৯ জনকেও ফেরত পাঠানো হবে। 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, মিয়ানমার থেকে আবারও যে সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আগের মতোই তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত