কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রবাসী শ্রমিকদের কোভিড টিকার নিবন্ধন শুরু করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিবরাসহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সাত কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ফাইজার বাদে অন্যান্য টিকা সহজলভ্যতার ওপর নির্ভর করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী শ্রমিকেরা টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী শ্রমিকের মোবাইলে নির্ধারিত তারিখ ও টিকা কেন্দ্রের নাম আসবে। সেই অনুযায়ী প্রবাসী শ্রমিকরা টিকা নিতে পারবেন।
এতে জানানো হয়, সুরক্ষা অ্যাপে প্রবাসী শ্রমিক হিসাবে নিবন্ধন করতে হলে, অবশ্যই তাঁর বিএমইটির নিবন্ধন থাকতে হবে। আর যারা নতুন প্রবাসী শ্রমিক হিসেবে যেতে ইচ্ছুক তাঁদের আগে বিএমইটির নিবন্ধন করে পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
কত জন প্রবাসী শ্রমিককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে-জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের যথেষ্ট টিকা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের টিকা সরবরাহের সক্ষমতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের টিকা এক কেন্দ্রে দিনে ২০০ জন প্রবাসী শ্রমিককে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে সাত কেন্দ্রে দিনে ১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত ২০ হাজার প্রবাসী শ্রমিক টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
প্রবাসী শ্রমিকদের কোভিড টিকার নিবন্ধন শুরু করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিবরাসহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সাত কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ফাইজার বাদে অন্যান্য টিকা সহজলভ্যতার ওপর নির্ভর করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী শ্রমিকেরা টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী শ্রমিকের মোবাইলে নির্ধারিত তারিখ ও টিকা কেন্দ্রের নাম আসবে। সেই অনুযায়ী প্রবাসী শ্রমিকরা টিকা নিতে পারবেন।
এতে জানানো হয়, সুরক্ষা অ্যাপে প্রবাসী শ্রমিক হিসাবে নিবন্ধন করতে হলে, অবশ্যই তাঁর বিএমইটির নিবন্ধন থাকতে হবে। আর যারা নতুন প্রবাসী শ্রমিক হিসেবে যেতে ইচ্ছুক তাঁদের আগে বিএমইটির নিবন্ধন করে পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
কত জন প্রবাসী শ্রমিককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে-জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের যথেষ্ট টিকা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের টিকা সরবরাহের সক্ষমতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের টিকা এক কেন্দ্রে দিনে ২০০ জন প্রবাসী শ্রমিককে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে সাত কেন্দ্রে দিনে ১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত ২০ হাজার প্রবাসী শ্রমিক টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়বকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা তাঁদেরকে নিজের বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন জানিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়...
৮ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ১৪টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৫ লাখ টাকা জমা আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। আজ বুধবার সকালে ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
৩ ঘণ্টা আগেআনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা পরিষদের এই নতুন সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি।
৪ ঘণ্টা আগে