Ajker Patrika

প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন শুরু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন শুরু

প্রবাসী শ্রমিকদের কোভিড টিকার নিবন্ধন শুরু করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিবরাসহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সাত কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ফাইজার বাদে অন্যান্য টিকা সহজলভ্যতার ওপর নির্ভর করে দেওয়া হবে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী শ্রমিকেরা টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী শ্রমিকের মোবাইলে নির্ধারিত তারিখ ও টিকা কেন্দ্রের নাম আসবে। সেই অনুযায়ী প্রবাসী শ্রমিকরা টিকা নিতে পারবেন।

এতে জানানো হয়, সুরক্ষা অ্যাপে প্রবাসী শ্রমিক হিসাবে নিবন্ধন করতে হলে, অবশ্যই তাঁর বিএমইটির নিবন্ধন থাকতে হবে। আর যারা নতুন প্রবাসী শ্রমিক হিসেবে যেতে ইচ্ছুক তাঁদের আগে বিএমইটির নিবন্ধন করে পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

কত জন প্রবাসী শ্রমিককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে-জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের যথেষ্ট টিকা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের টিকা সরবরাহের সক্ষমতা রয়েছে। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের টিকা এক কেন্দ্রে দিনে ২০০ জন প্রবাসী শ্রমিককে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে সাত কেন্দ্রে দিনে ১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত ২০ হাজার প্রবাসী শ্রমিক টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত