নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী–সন্তান আজ বুধবার সকালের একটি ফ্লাইটে বাহরাইনে গেছেন। বাহরাইন থেকে তাঁদের দুবাই যাওয়ার কথা রয়েছে। তাঁদের সঙ্গে আজিজ আহমেদের যাওয়ার কথা থাকলেও তিনি ফ্লাইটে ওঠেননি।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, মামলা থাকার পরও যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই তাদের যেতে কোনো সমস্যা নেই। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান সপরিবারের বিদেশে গেছেন কি না—সেটি নিশ্চিত হয়ে বলতে হবে। কারণ, প্রতিদিন কমপক্ষে ১০ হাজার লোক বিমানবন্দর বিদেশ যাচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইট ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে আজিজ আহমেদের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজের এই ফ্লাইটের টিকেট কাটা ছিল। তবে তিনি চেকইন করেননি।
প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজিজ আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে তিনি বিদেশ গেছেন কি না—সেটি নিশ্চিত জানা যায়নি।
অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তাঁর ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী হারিস ও জোসেফের নাম পরিবর্তন করে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। তাঁর কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে বলে আলোচনা রয়েছে।
জানা গেছে, আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
আরও পড়ুন:
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী–সন্তান আজ বুধবার সকালের একটি ফ্লাইটে বাহরাইনে গেছেন। বাহরাইন থেকে তাঁদের দুবাই যাওয়ার কথা রয়েছে। তাঁদের সঙ্গে আজিজ আহমেদের যাওয়ার কথা থাকলেও তিনি ফ্লাইটে ওঠেননি।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, মামলা থাকার পরও যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই তাদের যেতে কোনো সমস্যা নেই। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান সপরিবারের বিদেশে গেছেন কি না—সেটি নিশ্চিত হয়ে বলতে হবে। কারণ, প্রতিদিন কমপক্ষে ১০ হাজার লোক বিমানবন্দর বিদেশ যাচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইট ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে আজিজ আহমেদের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজের এই ফ্লাইটের টিকেট কাটা ছিল। তবে তিনি চেকইন করেননি।
প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজিজ আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে তিনি বিদেশ গেছেন কি না—সেটি নিশ্চিত জানা যায়নি।
অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তাঁর ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী হারিস ও জোসেফের নাম পরিবর্তন করে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। তাঁর কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে বলে আলোচনা রয়েছে।
জানা গেছে, আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
আরও পড়ুন:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৪৩ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
১ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগে