নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিজয় দিবস এবং জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে র্যাব।
আজ বুধবার দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
এএসপি ইমরান খান জানান, আগামীকাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপিত হবে। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় প্যারেড স্কয়ার, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা বলায় সাজিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব কর্তৃক জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সারা দেশে র্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও পোশাকে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড ও র্যাব বোম্ব স্কোয়াড দ্বারা সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিভিআইপি ও ভিআইপি এবং বিদেশি কুটনৈতিক মিশনের কর্তব্যরত ব্যক্তিদের চলাচলের স্থানসহ জনসমাগম হওয়া সম্ভাবনা রয়েছে এমন স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকাসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ও ক্রাইম সিন ভ্যানকে কৌশলগত স্থানে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার কাজে নিয়োগ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স ও র্যাবের এয়ার উইং এর হেলিকপ্টার প্রস্তুত হয়েছে।
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে অরাজকতা সৃষ্টির উচ্ছেদে হামলা ও নাশকতার ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি ও সাইবার নজরদারির মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিজয় দিবস এবং জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে র্যাব।
আজ বুধবার দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
এএসপি ইমরান খান জানান, আগামীকাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপিত হবে। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় প্যারেড স্কয়ার, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা বলায় সাজিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব কর্তৃক জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সারা দেশে র্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও পোশাকে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড ও র্যাব বোম্ব স্কোয়াড দ্বারা সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিভিআইপি ও ভিআইপি এবং বিদেশি কুটনৈতিক মিশনের কর্তব্যরত ব্যক্তিদের চলাচলের স্থানসহ জনসমাগম হওয়া সম্ভাবনা রয়েছে এমন স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকাসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ও ক্রাইম সিন ভ্যানকে কৌশলগত স্থানে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার কাজে নিয়োগ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স ও র্যাবের এয়ার উইং এর হেলিকপ্টার প্রস্তুত হয়েছে।
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে অরাজকতা সৃষ্টির উচ্ছেদে হামলা ও নাশকতার ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি ও সাইবার নজরদারির মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
স্বাধিকারের জন্য এ ভূখণ্ডের মানুষের দীর্ঘ সংগ্রাম চূড়ান্ত পরিণতির দিকে এগিয়েছিল ১৯৭১ সালের মার্চ মাসে। স্বায়ত্তশাসন, স্বাধিকারের দাবি থেকে মানুষের মুখে ক্রমেই উঠে আসে স্বাধীনতার এক দফা দাবি। নানা ঘটনাক্রমের ধারাবাহিকতায় তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতায় পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩ ঘণ্টা আগেজাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে জুলাই আন্দোলনে জড়িত হলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণের সক্ষমতা হারানোর বিষয়ে সতর্ক করা হয়েছিল।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকার সেখানে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করেছে। দেশটিতে ‘অবৈধ’ বাংলাদেশিও আছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। এই অভিযোগে বাংলাদেশের নাগরিকদেরও ফেরত পাঠানো শুরু করেছে তারা।
১৩ ঘণ্টা আগেগ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের একক কর্তৃক ঝেড়ে ফেলতে আইনে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন এই অধ্যাদেশ জারি হলে সরকার ব্যাংকটিতে শুধু দুজন পরিচালক নিয়োগ দিতে পারবে। এর বাইরে সব ক্ষমতা বোর্ডের হাতে ন্যস্ত হবে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের মালিকানায় সরকারের অংশ...
১৩ ঘণ্টা আগে