নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মার্কিন ভিসা বাতিল নিয়ে আমাকে কোনো চিঠি বা ই-মেইল করা হয়নি। এ বিষয়ে কিছুই জানা নেই। বর্তমানে ছেলের চিকিৎসার স্বার্থে দেশের বাইরে অবস্থান করছি। আগামী সাত দিনের মধ্যে হয়তো দেশে ফেরত আসব।’
আজিজ আহমেদ বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তাঁর আমেরিকার ভিসা বাতিলের যে দাবি করেছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। আমেরিকার কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ভিসা বাতিল-সংক্রান্ত কোনো ফোনকল, ই-মেইল বা ডাকযোগে কোনো তথ্য বা চিঠি পাননি। এটা স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশে পরিচালিত গুজব।
এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আর এ ভিসা বাতিলের বিষয়টি এক চিঠির মাধ্যমে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন।
মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মার্কিন ভিসা বাতিল নিয়ে আমাকে কোনো চিঠি বা ই-মেইল করা হয়নি। এ বিষয়ে কিছুই জানা নেই। বর্তমানে ছেলের চিকিৎসার স্বার্থে দেশের বাইরে অবস্থান করছি। আগামী সাত দিনের মধ্যে হয়তো দেশে ফেরত আসব।’
আজিজ আহমেদ বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তাঁর আমেরিকার ভিসা বাতিলের যে দাবি করেছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। আমেরিকার কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ভিসা বাতিল-সংক্রান্ত কোনো ফোনকল, ই-মেইল বা ডাকযোগে কোনো তথ্য বা চিঠি পাননি। এটা স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশে পরিচালিত গুজব।
এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আর এ ভিসা বাতিলের বিষয়টি এক চিঠির মাধ্যমে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন।
দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একটা কন্ট্রোল রুম থেকে সেই যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয় বলে উল্লেখ করেন তিনি।
১ ঘণ্টা আগেআগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা ধরে নিয়েই ভোটের প্রস্তুতিতে আরেক ধাপ এগিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদের পর এবার নতুন দলের নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
১১ ঘণ্টা আগেনির্বাচিত সংসদই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনবে, এমনটাই বলছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখন। জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোও সংবিধান সংশোধনে
১২ ঘণ্টা আগেগত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রতিক্রিয়াটি তুলে ধরা
১৩ ঘণ্টা আগে