কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭: ৪২
Thumbnail image

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা কলেজের প্রধান গেট থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে ৩টা ৫০ মিনিটের দিকে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। 

এ সময় ইডেন মহিলা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে সায়েন্স ল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শিক্ষার্থীরা বলছেন, `তাঁদের দাবি মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সাংবিধানিকভাবে সকলের সমান অধিকার নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব।'

ঢাকা কলেজের শিক্ষার্থী সায়েম হোসাইন বলেন, `শিক্ষার্থীরা কখনো কোনো বৈষম্য মেনে নেয়নি। কোটা বৈষম্যও মেনে নেবে না। দাবি আদায় করে ঘরে ফিরব।' 

এ সময় শিক্ষার্থীরা ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত