Ajker Patrika

বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে বিশ্ব: মোমেনের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৩: ৪১
বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে বিশ্ব: মোমেনের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, সে বিষয়ে সমগ্র বিশ্ব আগ্রহী বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

দেশটির পররাষ্ট্র দপ্তরে ওয়াশিংটন সময় সোমবার (১০ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ব্লিঙ্কেন একথা বলেন।

ঢাকায় প্রাপ্ত বৈঠকের একটি রেকর্ড অনুযায়ী, 'বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে' উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন।

মার্কিন মন্ত্রী বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠী ও শ্রমিকদের বিভিন্ন ধরনের অধিকার সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ দূর করার ওপরও গুরুত্ব আরোপ করেন বলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন পরে ওয়াশিংটনে স্থানীয় সাংবাদিকদের জানান।

মোমেন বলেন, তিনি মার্কিন মন্ত্রীকে জানিয়েছেন যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন হবে। এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সেদেশে ফেরত পাঠানো, মার্কিন বিভিন্ন উন্নয়ন-সহায়তা তহবিল থেকে বাংলাদেশে উন্নয়ন-সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন বলেও জানান আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত