Ajker Patrika

তোফায়েলকে নিয়ে ঠাট্টা করা শোভন কিনা ভেবে দেখবেন: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
তোফায়েলকে নিয়ে ঠাট্টা করা শোভন কিনা ভেবে দেখবেন: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ 

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সূত্র ধরে এতদিন পরে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের ভূমিকা নিয়ে কেন প্রধানমন্ত্রী কথা বলছেন, তার কারণ জানতে চেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। তাঁকে (তোফায়েল) নিয়ে হাঁসি ঠাট্টা করা শোভন কিনা, তাও ভেবে দেখার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। 

আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত 'রাজনৈতিক সংকট উত্তরণে পেশাজীবীদের ভূমিকা' শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। 

জাফরুল্লাহ বলেন, 'শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছেন তোফায়েল আহমেদ। উনি (প্রধানমন্ত্রী) এতদিন পরে বললেন, বঙ্গবন্ধুকে যখন আক্রমণ করা হয়, তখন তিনি (বঙ্গবন্ধু) তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন, রাজ্জাককে ফোন করেছিলেন, সফিউল্লাহকে ফোন করেছিলেন। এতদিন পরে এই কথা বলার মানেটা কি?'

সাবেক প্রধান বিচারপতি খায়রুল এবং বর্তমান প্রধান বিচারপতির ভূমিকার সমালোচনা করে তাঁদের বিচার চান জাফরুল্লাহ। বলেন, মানুষ খুন করলে ফাঁসি হয়। যে ব্যক্তি গণতন্ত্রকে হত্যা করেছে,  কবরস্থ করেছে, তাঁর কি শাস্তি হওয়া উচিত? যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাঁকে আজীবন জেলখানায় দেখতে চাই। বর্তমান প্রধান বিচারপতিরও বিচার হওয়া দরকার। তাঁর ফাঁসি চাই না। তাঁকে রাস্তায় আনা হোক। জনগণ তাঁকে থু থু দেবে। 

আলোচনায় অংশ নিয়ে পেশাজীবী সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমি যখন সম্প্রতি বিপাকে পড়েছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আমার পক্ষে বিবৃতি দেয়নি। নবগঠিত এই পরিষদ নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলবে বলে প্রত্যাশা করছি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত