আমানুর রহমান রনি, ঢাকা
দেশে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা ৩৮৩। এসব নিরাময় কেন্দ্র সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত হয়। তবে প্রতি অর্থবছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবেদন সাপেক্ষে কিছু সরকারি অনুদান দিয়ে থাকে। পরিচালন ব্যয়ের তুলনায় সামান্য সেই অনুদান নিতে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত সম্পর্ক বা তদবিরের আশ্রয় নেয়। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও ঝক্কির কারণে এখন অনেক প্রতিষ্ঠান আবেদন করাই বাদ দিয়েছে।
বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর লাইসেন্স দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ৩৮৩টি নিরাময় কেন্দ্রে ৫ হাজার ১৭১টি শয্যা রয়েছে। প্রতি অর্থবছর সরকারি অনুদানের জন্য অধিদপ্তর এসব নিরাময় কেন্দ্র থেকে আবেদন আহ্বান করে। প্রতি অর্থবছরে ২০০ থেকে ৩০০ আবেদন পড়ে। এরপর অধিদপ্তরের সংশ্লিষ্ট কমিটি তা যাচাই-বাছাই করে। কিছু নিরাময় কেন্দ্র দেড় লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত অনুদান পায়।
এ প্রতিবেদক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কয়েকটি বেসরকারি নিরাময় কেন্দ্রের মালিক ও পরিচালকদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অনেকে দাবি করেন, তাঁরা মূলত মানবিক কারণে এসব প্রতিষ্ঠান চালান। সরকার যে অনুদান দেয়, তা নামমাত্র। এই অনুদান দিয়ে কোনো কোনো প্রতিষ্ঠানের এক সপ্তাহের খরচও চলে না। তারপরও এ নিয়ে কাড়াকাড়ি হয়। নিরাময় কেন্দ্রগুলোর ভাষ্য, কিছু অনুদান পেলে গরিব রোগীদের ছাড় দেওয়া যায়। সরকারি অনুদান পেলে রোগীদের খরচ কমানো যায়। নিরাময় কেন্দ্রের মালিকেরা অভিযোগ করেছেন, যাঁদের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের খাতির আছে, তাঁরাই অনুদান পান।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বিব্লকের ১ নম্বর সড়কে বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র ‘নিউ তরী’। পরিচালক হেলাল উদ্দিন এক দশকের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান চালান। তিনি একবার ১০ হাজার টাকা সরকারি অনুদান পেয়েছিলেন। এরপর আর কোনো অনুদান পাননি। এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, কর্মকর্তারা যাঁকে ‘ভালো মনে করেন’, তাঁকেই অনুদান দেন। তাঁরা এখন আর এই অনুদান চান না।
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার ২১ বছরের পুরোনো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘প্রশান্তি’। দুই দশক ধরে ১০ শয্যার এই প্রতিষ্ঠান একবারও সরকারি অনুদান পায়নি। প্রতিষ্ঠানটির পরিচালক কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তদবির ছাড়া কোনো অনুদান মেলে না। প্রভাবশালী রাজনৈতিক নেতাকে দিয়ে তদবির করাতে হয়। এরপর কর্মকর্তারা কেন্দ্র ভিজিট করতে আসেন, তাঁদের খুশি করতে হয়। তারপর অনুদান মেলে। এত কিছু করে আর অনুদান নিতে মন চায় না। তাই আবেদন বন্ধ করে দিয়েছি।’
যাঁরা এসব ঝক্কিঝামেলা কাটিয়ে অনুদান পান, তাঁদেরও রয়েছে অভিযোগ। উত্তরার গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আসমা আক্তার বলেন, গত অর্থবছরে তাঁদের প্রতিষ্ঠানটি অনুদান পেয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আসমা আক্তার বলেন, ‘রিহ্যাব সেন্টারগুলো টিকে থাকলে অনেক পরিবার বাঁচবে। তাই সরকারকে সব প্রতিষ্ঠানের পাশেই দাঁড়ানো উচিত।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে সারা দেশের ৯১টি নিরাময় কেন্দ্রে ১ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ১৩৭টি প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা, ২০২১-২২ সালে ৪০টি প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা, ২০২২-২৩ সালে ৮২ প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ১৩০টি প্রতিষ্ঠানকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হয়। সর্বশেষ অর্থবছরে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে নারীদের জন্য প্রতিষ্ঠিত ৫০ শয্যার মুক্তি মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এই প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০ হাজার ৬০০ টাকা অনুদান দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগই ১ লাখ ৮০ হাজার ও ১ লাখ ৯০ হাজার করে অনুদান পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্যমতে, এই অঙ্ক তাদের এক সপ্তাহের খরচ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সরকারি এই অনুদান নিতে অনেক প্রভাবশালী মহল থেকে তদবির করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দিয়ে তদবির করেও কেউ কেউ অনুদান নিয়েছেন।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বেসরকারি নিরাময় কেন্দ্রের বিভিন্ন অনিয়মের কথা বলে অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, সব নিরাময় কেন্দ্রকে অনুদান দেওয়ার প্রয়োজন নেই। অনুদান দিলেও তাঁরা রোগীদের কাছ থেকে কম টাকা নেবে না। কর্মকর্তারা বলেছেন, চলতি বছর আবার আবেদন আহ্বান করা হয়েছে। এবার রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সহায়তা দেওয়া হবে।
কর্মকর্তারা আরও বলছেন, একজন রোগীর কাছ থেকে নিরাময় কেন্দ্রগুলো মাসে ৮ থেকে ৫০ হাজার বা আরও বেশি টাকা নেয়। উন্নত মানের কেন্দ্রগুলোতে চিকিৎসা ব্যয় আরও বেশি। রোগীর অবস্থা অনুযায়ী তারা ফি নির্ধারণ করে। সরকারি অনুদান বেশি হলেও এসব ফি কমবে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, নিরাময় কেন্দ্রগুলোকে যেসব শর্ত দেওয়া হয়, সেগুলো তাঁদের পূরণ করতে হবে। চিকিৎসা সঠিকভাবে করতে হবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ত্রুটির কথা শোনা যায়।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যতটুকু অর্থ বরাদ্দ দেয়, সেটুকুই সবাইকে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হয়। বাজেট কম এবং প্রতিষ্ঠান বেশি হওয়ায় অনুদান দিতে আমাদেরও বেগ পেতে হয়। তা ছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকেরা চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে অনেক টাকা নেন। এটা তো তাঁদের ব্যবসা। অনুদান মূলত তাঁদের উৎসাহিত করার জন্য দেওয়া হয়।’
দেশে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা ৩৮৩। এসব নিরাময় কেন্দ্র সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত হয়। তবে প্রতি অর্থবছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবেদন সাপেক্ষে কিছু সরকারি অনুদান দিয়ে থাকে। পরিচালন ব্যয়ের তুলনায় সামান্য সেই অনুদান নিতে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত সম্পর্ক বা তদবিরের আশ্রয় নেয়। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও ঝক্কির কারণে এখন অনেক প্রতিষ্ঠান আবেদন করাই বাদ দিয়েছে।
বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর লাইসেন্স দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ৩৮৩টি নিরাময় কেন্দ্রে ৫ হাজার ১৭১টি শয্যা রয়েছে। প্রতি অর্থবছর সরকারি অনুদানের জন্য অধিদপ্তর এসব নিরাময় কেন্দ্র থেকে আবেদন আহ্বান করে। প্রতি অর্থবছরে ২০০ থেকে ৩০০ আবেদন পড়ে। এরপর অধিদপ্তরের সংশ্লিষ্ট কমিটি তা যাচাই-বাছাই করে। কিছু নিরাময় কেন্দ্র দেড় লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত অনুদান পায়।
এ প্রতিবেদক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কয়েকটি বেসরকারি নিরাময় কেন্দ্রের মালিক ও পরিচালকদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অনেকে দাবি করেন, তাঁরা মূলত মানবিক কারণে এসব প্রতিষ্ঠান চালান। সরকার যে অনুদান দেয়, তা নামমাত্র। এই অনুদান দিয়ে কোনো কোনো প্রতিষ্ঠানের এক সপ্তাহের খরচও চলে না। তারপরও এ নিয়ে কাড়াকাড়ি হয়। নিরাময় কেন্দ্রগুলোর ভাষ্য, কিছু অনুদান পেলে গরিব রোগীদের ছাড় দেওয়া যায়। সরকারি অনুদান পেলে রোগীদের খরচ কমানো যায়। নিরাময় কেন্দ্রের মালিকেরা অভিযোগ করেছেন, যাঁদের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের খাতির আছে, তাঁরাই অনুদান পান।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বিব্লকের ১ নম্বর সড়কে বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র ‘নিউ তরী’। পরিচালক হেলাল উদ্দিন এক দশকের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান চালান। তিনি একবার ১০ হাজার টাকা সরকারি অনুদান পেয়েছিলেন। এরপর আর কোনো অনুদান পাননি। এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, কর্মকর্তারা যাঁকে ‘ভালো মনে করেন’, তাঁকেই অনুদান দেন। তাঁরা এখন আর এই অনুদান চান না।
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার ২১ বছরের পুরোনো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘প্রশান্তি’। দুই দশক ধরে ১০ শয্যার এই প্রতিষ্ঠান একবারও সরকারি অনুদান পায়নি। প্রতিষ্ঠানটির পরিচালক কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তদবির ছাড়া কোনো অনুদান মেলে না। প্রভাবশালী রাজনৈতিক নেতাকে দিয়ে তদবির করাতে হয়। এরপর কর্মকর্তারা কেন্দ্র ভিজিট করতে আসেন, তাঁদের খুশি করতে হয়। তারপর অনুদান মেলে। এত কিছু করে আর অনুদান নিতে মন চায় না। তাই আবেদন বন্ধ করে দিয়েছি।’
যাঁরা এসব ঝক্কিঝামেলা কাটিয়ে অনুদান পান, তাঁদেরও রয়েছে অভিযোগ। উত্তরার গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আসমা আক্তার বলেন, গত অর্থবছরে তাঁদের প্রতিষ্ঠানটি অনুদান পেয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আসমা আক্তার বলেন, ‘রিহ্যাব সেন্টারগুলো টিকে থাকলে অনেক পরিবার বাঁচবে। তাই সরকারকে সব প্রতিষ্ঠানের পাশেই দাঁড়ানো উচিত।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে সারা দেশের ৯১টি নিরাময় কেন্দ্রে ১ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ১৩৭টি প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা, ২০২১-২২ সালে ৪০টি প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা, ২০২২-২৩ সালে ৮২ প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ১৩০টি প্রতিষ্ঠানকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হয়। সর্বশেষ অর্থবছরে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে নারীদের জন্য প্রতিষ্ঠিত ৫০ শয্যার মুক্তি মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এই প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০ হাজার ৬০০ টাকা অনুদান দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগই ১ লাখ ৮০ হাজার ও ১ লাখ ৯০ হাজার করে অনুদান পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্যমতে, এই অঙ্ক তাদের এক সপ্তাহের খরচ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সরকারি এই অনুদান নিতে অনেক প্রভাবশালী মহল থেকে তদবির করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দিয়ে তদবির করেও কেউ কেউ অনুদান নিয়েছেন।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বেসরকারি নিরাময় কেন্দ্রের বিভিন্ন অনিয়মের কথা বলে অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, সব নিরাময় কেন্দ্রকে অনুদান দেওয়ার প্রয়োজন নেই। অনুদান দিলেও তাঁরা রোগীদের কাছ থেকে কম টাকা নেবে না। কর্মকর্তারা বলেছেন, চলতি বছর আবার আবেদন আহ্বান করা হয়েছে। এবার রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সহায়তা দেওয়া হবে।
কর্মকর্তারা আরও বলছেন, একজন রোগীর কাছ থেকে নিরাময় কেন্দ্রগুলো মাসে ৮ থেকে ৫০ হাজার বা আরও বেশি টাকা নেয়। উন্নত মানের কেন্দ্রগুলোতে চিকিৎসা ব্যয় আরও বেশি। রোগীর অবস্থা অনুযায়ী তারা ফি নির্ধারণ করে। সরকারি অনুদান বেশি হলেও এসব ফি কমবে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, নিরাময় কেন্দ্রগুলোকে যেসব শর্ত দেওয়া হয়, সেগুলো তাঁদের পূরণ করতে হবে। চিকিৎসা সঠিকভাবে করতে হবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ত্রুটির কথা শোনা যায়।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যতটুকু অর্থ বরাদ্দ দেয়, সেটুকুই সবাইকে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হয়। বাজেট কম এবং প্রতিষ্ঠান বেশি হওয়ায় অনুদান দিতে আমাদেরও বেগ পেতে হয়। তা ছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকেরা চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে অনেক টাকা নেন। এটা তো তাঁদের ব্যবসা। অনুদান মূলত তাঁদের উৎসাহিত করার জন্য দেওয়া হয়।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করারও প্রস্তুতি নিচ্ছে, যাতে ‘স্থানীয় সরকার সত্যিকার অর্থে স্থানীয় ও কার্যকর সরকার হয়’। আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়...
২ ঘণ্টা আগেক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচল নতুন শহরে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে ‘অনিয়ম-দুর্নীতি’ ও ‘ক্ষমতার’ অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
৪ ঘণ্টা আগেজনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। মাসুদ রানাকে সচিব নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগেপাঠ্যপুস্তকে ‘সামান্য ভুল’ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গত ৫০ বছরে বিভিন্ন সময় দেশের ইতিহাস নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কোনো গণমাধ্যমে সম্পাদকীয়...
৫ ঘণ্টা আগে