নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান মনির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে নিহতের বোন নিলুফার ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।
এ মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক মনিরুজ্জামান মনির মারা যান। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানের উদ্দেশ্যে বেআইনিভাবে ছাত্র–জনতার মিছিলে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও ইন্ধনে নিরীহ মিছিলকারীদের ওপর গুলি চালানো হয়। ওই গুলিতে মারা যান রিকশাচালক মনিরুজ্জামান মনির।
মামলার বাদী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আরজি তে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা নিয়ে ২২২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর মানবতাবিরোধী অভিযোগ দাখিল করা হয়েছে ১৬টি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান মনির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে নিহতের বোন নিলুফার ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।
এ মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক মনিরুজ্জামান মনির মারা যান। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানের উদ্দেশ্যে বেআইনিভাবে ছাত্র–জনতার মিছিলে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও ইন্ধনে নিরীহ মিছিলকারীদের ওপর গুলি চালানো হয়। ওই গুলিতে মারা যান রিকশাচালক মনিরুজ্জামান মনির।
মামলার বাদী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আরজি তে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা নিয়ে ২২২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর মানবতাবিরোধী অভিযোগ দাখিল করা হয়েছে ১৬টি।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এটি অনুমোদন করা হয়।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
২ ঘণ্টা আগেঅসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়র মোড়কে এসব উপাদানের বিষয়ে সতর্কবার্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবা বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে