কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভাসানচরে আনুষ্ঠানিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চলতি সপ্তাহে চুক্তি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, চুক্তির বিষয়ে কাজ এগোচ্ছে। পুরো বিষয়টি জানতে দুই-এক দিন অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগামীকাল বৃহস্পতিবার এই চুক্তি সই হতে পারে। গতকাল মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ ও জাতিসংঘ সম্মত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভাসানচর নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের দূরত্ব মিটে গেছে বলা যাবে না। অনেক কিছুতে আপস করা হয়েছে। বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। তারা বিষয়টি নিয়ে বলতে পারবে।
কী ধরনের আপস হয়েছে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে, যেমন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়ে বাংলাদেশ ছাড় দেবে।
জানা গেছে, ভাসানচর নিয়ে সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল। এতে দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও একই সুপারিশ করেছে তারা। এসব শর্তের আংশিক মেনেছে বাংলাদেশ।
রোহিঙ্গা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে তিনি এ আহ্বান জানান। স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাবাব ফাতিমা সাধারণ বিতর্কে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি ও রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরূপণ অত্যন্ত জরুরি।
রাবাব ফাতিমা বলেন, দীর্ঘ মেয়াদে এই সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজভূমি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে মিয়ানমার সংকটের সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে। সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।
ভাসানচরে আনুষ্ঠানিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চলতি সপ্তাহে চুক্তি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, চুক্তির বিষয়ে কাজ এগোচ্ছে। পুরো বিষয়টি জানতে দুই-এক দিন অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগামীকাল বৃহস্পতিবার এই চুক্তি সই হতে পারে। গতকাল মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ ও জাতিসংঘ সম্মত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভাসানচর নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের দূরত্ব মিটে গেছে বলা যাবে না। অনেক কিছুতে আপস করা হয়েছে। বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। তারা বিষয়টি নিয়ে বলতে পারবে।
কী ধরনের আপস হয়েছে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে, যেমন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়ে বাংলাদেশ ছাড় দেবে।
জানা গেছে, ভাসানচর নিয়ে সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল। এতে দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও একই সুপারিশ করেছে তারা। এসব শর্তের আংশিক মেনেছে বাংলাদেশ।
রোহিঙ্গা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে তিনি এ আহ্বান জানান। স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাবাব ফাতিমা সাধারণ বিতর্কে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি ও রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরূপণ অত্যন্ত জরুরি।
রাবাব ফাতিমা বলেন, দীর্ঘ মেয়াদে এই সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজভূমি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে মিয়ানমার সংকটের সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে। সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।
গতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
২ ঘণ্টা আগেমাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ
৪ ঘণ্টা আগেমালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ
৫ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
১৩ ঘণ্টা আগে