Ajker Patrika

কারাগারে থাকা ৬০ শতাংশ ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারাগারে থাকা ৬০ শতাংশ ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশের কারাগারে যত বন্দী আছেন তাদের মধ্যে ৬০ শতাংশ মাদকের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গোলটেবিলে মন্ত্রী বলেন, ‘মাদকের মামলার বিচারে সাক্ষী পাওয়া যায় না। লম্বা জট হয়েছে মামলার। সেই জটে হারিয়ে যায় মাদক মামলা। তবে বিশেষ ব্যবস্থা হয়েছে। এখন শাস্তি হচ্ছে। জড়িত ব্যক্তিরা যখন এটা দেখবে তখন ডিমান্ড হ্রাস হবে।’

দেশে মাদক ঢোকা বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাপ্লাই হ্রাসের জন্য বিজিবি, কোস্টগার্ডকে প্রশিক্ষণ দিচ্ছি। সীমান্তে অনেক কিছু করেছি আমরা। টেকনাফে নাফ নদী থেকে ওপরের দিকে দুর্গম এলাকা। সেখানে সেন্সর লাগাচ্ছি। সাপ্লাই কমে যাবে। আমরা কাজ করছি।’ 

পুলিশের কিছু লোক মাদক সাপ্লাই করেন তা স্বীকার করে মন্ত্রী বলেন, সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশে ডোপ টেস্ট করা হচ্ছে। পজিটিভ হলে আইনের আওতায় আনা হবে। পুলিশ, সাংবাদিক, ডাক্তার সব পেশার লোকই মাদকে জড়িত। আমাদের লোকও আছে। পুলিশ ধরা পড়লে শাস্তি মুখোমুখি হচ্ছে। বিভাগীয় পর্যায়ে ২০০ বেডের মাদক নিরাময় হাসপাতাল হচ্ছে বলে জানান মন্ত্রী।

পুরো দেশে কত টাকার মাদক বাণিজ্য হয় তা দেখা উচিত বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এ বিষয়ে গবেষণায় নির্দেশনা দেবেন বলে জানান তিনি।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের উপস্থাপনায় চিকিৎসক, মনোবিজ্ঞানী, আমলা, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্তাসহ অনেকেই বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত