সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রয়েসয়ে এগোবে সরকার

  • পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফর এখনই হচ্ছে না
  • ১৪ বছরে সম্পর্ক পৌঁছেছে তলানিতে
  • পাকিস্তান নিয়ে ভারতের স্পর্শকাতরতা বিবেচনায় রাখতে বলছেন বিশেষজ্ঞরা
সাহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা 
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯: ৩৯
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেড় দশক আগে শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। একপর্যায়ে দুই দেশের রাজধানীতে হাইকমিশনগুলোয় কূটনীতিক পাঠানো ছাড়া সরকারি পর্যায়ে আসা-যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ঢাকায় গত আগস্টে ক্ষমতার পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কের এই অস্বাভাবিক অবস্থা কাটিয়ে উঠতে বেশ তৎপর হয় পাকিস্তান সরকার। তবে এ ক্ষেত্রে একটু ধীরেসুস্থে প্রস্তুতি নিয়ে এগোনোর কৌশল নিয়েছে অন্তর্বর্তী সরকার।

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন কয়েক দিন আগে। যদিও সম্পর্কের অস্বাভাবিক এই অবস্থার মধ্যে এখনই এমন উচ্চপর্যায়ের সফরের জন্য কোনো পক্ষই প্রস্তুত নয়, এমনটা মনে করছেন বাংলাদেশের কূটনীতিকেরা। এ কারণে সফরটি আগামী মাসে না-ও হতে পারে, এমনটা জানালেন তাঁরা।

ইসহাক দার দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে যাওয়া-আসার পথে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে এক দিনের জন্য ঢাকা সফর করতে চেয়েছিলেন। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই আগ্রহের কথা গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান।

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সোমবার আজকের পত্রিকাকে জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরটি সম্ভবত এখন হচ্ছে না।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক হয়ে গিয়েছিল। এটা স্বাভাবিক করতে চাওয়া কোনো পক্ষের জন্য দোষের নয়। কিন্তু এখনই এটা করা জরুরি কি না, সেটা সুবিবেচনার দাবি রাখে।’

গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এই প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ এখন ক্রান্তিকালে আছে।

বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের মতো কিছু বিষয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এমন অবস্থায় খুব জরুরি না হলে এমন কোনো কিছু করা ঠিক হবে না, যাতে মনোযোগ ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি দেখা দেয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দিকের ব্যবসায়ীদের একটি অংশ ব্যবসা বাড়াতে তৎপর হয়। পাকিস্তান থেকে পরপর দুটি কনটেইনারবাহী জাহাজের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে ভেড়া বেশ আলোচনায় আসে।

২০২২ সালের তথ্য অনুযায়ী, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ কোটি ডলারের কম। এর মধ্যে পাকিস্তান থেকে আমদানি ৮৪ কোটি ডলারের; আর বাংলাদেশ থেকে রপ্তানি সাড়ে ৭ কোটি ডলারের।

ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন এমন একজন কূটনীতিক বলেন, আকাশপথে সরাসরি যোগাযোগ নেই। এর মধ্যেও দুই দেশের নাগরিকদের একটি অংশের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। লেনদেন আছে। সম্পর্ক স্বাভাবিক হওয়ার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথে এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়লে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ আছে।

বেসরকারি হিসাবে, প্রায় ৩০ লাখ বাঙালি পাকিস্তানের করাচি ও আশপাশের এলাকায় বসবাস করে। তাদের একটি বড় অংশ বাংলাদেশি বংশোদ্ভূত। অন্যদিকে প্রায় ৫ লাখ মানুষ ‘আটকে পড়া পাকিস্তানি’ হিসেবে পরিচিত, যারা ঢাকা, নীলফামারী, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকে।

হুমায়ুন কবির বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরালো হতে থাকলে তার ওপর শুধু ভারত নয়, বৈশ্বিক কৌশলগত বিবেচনায় যুক্তরাষ্ট্রও নজর রাখবে। কাজেই এ ক্ষেত্রে ধীরে ধীরে এগোনোই সংগত।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের ‘স্পর্শকাতরতা’ প্রসঙ্গে স্থানীয় একজন কূটনীতিক বলেন, ভারতের সঙ্গে ঘনিষ্ঠতায় তাল মেলাতে গিয়ে গত ১৫ বছরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে গিয়েছে, তাতে দ্বিপক্ষীয় অস্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক করতে চাওয়াও ভারতের কাছে এখন ‘বাড়াবাড়ি’ মনে হতে পারে।

ভারতের সঙ্গে পাকিস্তানের বৈরিতার প্রসঙ্গটি টেনে অন্য একজন স্থানীয় কূটনীতিক বলেন, ভারতের উদ্বেগ প্রধানত তার নিরাপত্তা নিয়ে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং কৌশলগত জায়গাগুলো ব্যবহারের সুযোগ কেউ পেয়ে যায় কি না, এটার ওপর নজর রাখবে তারা।

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ফলপ্রসূ সফর হতে হলে যে প্রস্তুতি থাকতে হয়, তা দুই দিকেই নেই। পররাষ্ট্রসচিব পর্যায়ে সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক (ফরেন অফিস কনসালটেশন—এফওসি) হয়েছে ১৪ বছর আগে, ২০১০ সালে। বাণিজ্যমন্ত্রী পর্যায়ে যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছে তারও আগে, সম্ভবত ২০০৫ সালে। এ কারণে বহু বিষয়ে সরকারের কাছে হালনাগাদ তথ্যও নেই।

এমন অবস্থায় উচ্চপর্যায়ের সফর আয়োজন করা প্রায় অসম্ভব ব্যাপার, এমনটাই মনে করেন এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতি দুটি পরিবারের নিয়ন্ত্রণে থাকতে পারে না: ব্রিটিশ এমপি রূপা হক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত