Ajker Patrika

জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২২, ১৮: ২৩
জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, যাতে জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ অতিথি হয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস।

অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে কথা বলেছি। যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হতে হবে। যাতে বাংলাদেশের জনগণের তাঁদের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা হয়। এটি বাংলাদেশের বিষয়—কীভাবে তারা আন্তর্জাতিক এ মানদণ্ড প্রতিষ্ঠা করবে। অবাধ ‍ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ ও বাংলাদেশের জনগণকেই।’

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত র‍্যাব ও র‍্যাব কর্মকর্তাদের প্রতি আরোপিত নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত