ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৭: ৫৭
আপডেট : ১৯ মে ২০২৪, ২৩: ০৪

বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে ও চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে সন্ধান মিলছে না ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। গত কয়েক দিন থেকে পরিবারসহ কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তিনিও কারও সঙ্গেই আর যোগাযোগ করছেন না বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী।

শিবলী নোমানী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লোক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। ৮ মে অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

সংসদ সদস্যের বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নবনির্বাচিত এ উপজেলা চেয়ারম্যানের। শিবলী নোমানী বলেন, ‘এমপি সাহেব ওনার বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে গত রোববার (১২ মে) ভারতের কলকাতায় গিয়েছিলেন। একই সঙ্গে তিনি চিকিৎসা নেওয়ার কথা ছিল। পরদিন সোমবার থেকে তাঁকে আর মোবাইলে পাওয়া যাচ্ছে না।’

আনারের সফর সঙ্গী কেউ ছিল কি না, এমন প্রশ্নে শিবলী নোমানী জানান, ‘তিনি একাই গিয়েছেন। বাংলাদেশের সঙ্গে যাদের কথা হয়েছে, সর্বশেষ সোমবারই কথা হয়েছে।’

সোমবার সর্বশেষ তিনি কোথায় ছিলেন এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ওই দিন আমার সঙ্গে কথা না হলেও অন্যদের (বাংলাদেশে) সঙ্গে কথা হয়েছিল। তিনি সেখানে গোপাল দার (আনোয়ারুল আজিমের কলকাতার বন্ধু) বাসায় ছিলেন বলে আমরা জেনেছি। আমরা শুনেছি, সেদিন সকালে গোপাল দার বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলেন, “নিউ টাউনে যাচ্ছি। রাতে ফিরে একসঙ্গে খাব।” তারপর থেকে ওনার মোবাইলটা বন্ধ।’

সংসদ সদস্যের বন্ধু ‘গোপাল দার’ পরিচয় ও বাসা সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি শিবলী নোমানী। তিনি বলেন, ‘গোপাল দা কে, সেটা আমি কেমনে বলব? এমপি সাহেব যেখানে গিয়েছিল, সেখানে তাঁর বাসায় উঠেছিলেন, নিশ্চয় গোপাল দার সঙ্গে এমপি সাহেবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত