অনলাইন ডেস্ক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সভার ফাঁকে এ বৈঠক হয়।
বৈঠকের পর জয়শঙ্কর টুইট বার্তায় জানিয়েছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে দেখা করে আনন্দিত, চলমান দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় হয়েছে।’
উভয় দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করার লক্ষ্যে তারা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ইএএম জয়শঙ্কর ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ছয় দিনের সফরে আছেন। তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর তিনি থাইল্যান্ডে আসেন, যেখানে তিনি মেকং গঙ্গা সহযোগিতার (এমজিসি) ১২তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এবং বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের সভায়ও অংশ নেন।
এ মাসের শুরুতে গত ৬ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের সচিব সৌরভ কুমার ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ঢাকায় বিমসটেকের অগ্রগতি নিয়ে একটি বিস্তৃত আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, তাঁরা বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানটির কাঠামোকে শক্তিশালী করার জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে। তাঁরা এই সহযোগিতাকে আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন।
অরিন্দম বাগচি আরও বলেন, বিমসটেকের অগ্রগতিতে ভারত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে।
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ বছরের মার্চে বিমসটেকের ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকে মন্ত্রীরা বিমসটেক পরিচালনার মূলনীতি নির্ধারণে একমত হন। ওই বৈঠকে ভারতে বিমসটেকের আবহাওয়া ও জলবায়ু কেন্দ্র প্রতিষ্ঠার খসড়া অনুমোদন হয়।
বিমসটেক একটি বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা, যার লক্ষ্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির পরিবেশ তৈরি করা। সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন স্বার্থের বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা করা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সভার ফাঁকে এ বৈঠক হয়।
বৈঠকের পর জয়শঙ্কর টুইট বার্তায় জানিয়েছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে দেখা করে আনন্দিত, চলমান দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় হয়েছে।’
উভয় দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করার লক্ষ্যে তারা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ইএএম জয়শঙ্কর ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ছয় দিনের সফরে আছেন। তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর তিনি থাইল্যান্ডে আসেন, যেখানে তিনি মেকং গঙ্গা সহযোগিতার (এমজিসি) ১২তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এবং বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের সভায়ও অংশ নেন।
এ মাসের শুরুতে গত ৬ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের সচিব সৌরভ কুমার ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ঢাকায় বিমসটেকের অগ্রগতি নিয়ে একটি বিস্তৃত আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, তাঁরা বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানটির কাঠামোকে শক্তিশালী করার জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে। তাঁরা এই সহযোগিতাকে আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন।
অরিন্দম বাগচি আরও বলেন, বিমসটেকের অগ্রগতিতে ভারত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে।
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ বছরের মার্চে বিমসটেকের ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকে মন্ত্রীরা বিমসটেক পরিচালনার মূলনীতি নির্ধারণে একমত হন। ওই বৈঠকে ভারতে বিমসটেকের আবহাওয়া ও জলবায়ু কেন্দ্র প্রতিষ্ঠার খসড়া অনুমোদন হয়।
বিমসটেক একটি বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা, যার লক্ষ্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির পরিবেশ তৈরি করা। সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন স্বার্থের বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা করা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা করছেন এই বছরের মধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব পাচারকৃত হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবো। এই জন্য আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সাথে চুক্তি স্বাক্ষর করব।
৬ মিনিট আগেসিন্ডিকেট করে মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ১ হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির ৩২ জনের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪১ মিনিট আগেভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং সরকারি যানবাহন অধিদপ্তরে শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। মো. সাইদুর রহমানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, নুজহাত ইয়াসমিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং আহমেদ ফয়সাল ইমামকে সরকারি যানবাহন অধিদপ্তর
১ ঘণ্টা আগেগাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে কাজ করছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ভোলায় পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে। এসব কূপ খননের প্রস্তুতির জন্য গাজপ্রমকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে...
১ ঘণ্টা আগে