সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ভাষণ দেবেন।  

কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরেই শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক, রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলন করে যাচ্ছেন। গতকাল সোমবার রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। 

এই পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীরা হল ত্যাগের অস্বীকৃতি জানাচ্ছেন। 

এরই মধ্যে দেশের এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা জানানো হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত