Ajker Patrika

স্কুলে অভিভাবক-শিক্ষক সমিতি গঠনের নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৪৬
স্কুলে অভিভাবক-শিক্ষক সমিতি গঠনের নির্দেশ মাউশির

সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ)’ গঠনের জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ সমিতি গঠন করাতে হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি মাউশির ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের পরিচালক অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বাস্তবায়নাধীন পিবিজিএসআই স্কিমের প্রস্তাবিত পিটিএ নীতিমালা-২০২৩ শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। 

আরও বলা হয়, সে অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ ও মাদরাসা) পিটিএ গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো। 

জানতে চাইলে অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া এবং সচেতনতা বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে সমিতি করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে অভিভাবক শিক্ষক সমিতি গঠনের কাঠামো দিয়েছে অধিদপ্তর। মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ সদস্যের কমিটিতে অভিভাবক প্রতিনিধি প্রতি শ্রেণিতে ২ জন করে ১০ জন, শিক্ষক প্রতিনিধি প্রতি শ্রেণিতে একজন করে ৫ জন, এসএমসি মনোনীত একজন প্রতিনিধি থাকবে। কারিগরি পর্যায়ের ২০ সদস্য, নিম্ন মাধ্যমিক ১০ সদস্য, স্কুল অ্যান্ড কলেজে ২২ সদস্যের কমিটি গঠন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত