ইউএনবি, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আপ্যায়নে বাহারি খাবারের আয়োজন রেখেছে বঙ্গভবন।
রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু থেকে জানা গেছে, বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র্য। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, নতুন মন্ত্রীদের আপ্যায়নে নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব আরও বলেন, মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, খাবার হিসেবে দেওয়া হবে—মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এ ছাড়া বয়েলড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম ও পনির সমুচা।
জয়নাল আবেদীন আরও বলেন, মিষ্টিমুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠা, পাশাপাশি তুরস্কের বিখ্যাত মিষ্টি বাকলাভা। এ ছাড়া কমলা, আপেল, আঙুর দিয়ে সাজানো ফলের বাস্কেটও থাকবে সন্ধ্যার আপ্যায়নে। তিনি জানান, বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে জমবে শেষ সময়ের আড্ডা আর খোশগল্প।
এদিকে নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৩৬ জন। পূর্ণ মন্ত্রী হিসেবে আমন্ত্রিত হয়েছেন—আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ ও সাধন চন্দ্র মজুমদার।
পূর্ণ মন্ত্রী হিসেবে আরও আমন্ত্রিত হয়েছেন—রআম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে এবারের সরকারে আমন্ত্রিত হয়েছেন—সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম (টিটু)।
তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানানো হয়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আপ্যায়নে বাহারি খাবারের আয়োজন রেখেছে বঙ্গভবন।
রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু থেকে জানা গেছে, বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র্য। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, নতুন মন্ত্রীদের আপ্যায়নে নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব আরও বলেন, মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, খাবার হিসেবে দেওয়া হবে—মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এ ছাড়া বয়েলড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম ও পনির সমুচা।
জয়নাল আবেদীন আরও বলেন, মিষ্টিমুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠা, পাশাপাশি তুরস্কের বিখ্যাত মিষ্টি বাকলাভা। এ ছাড়া কমলা, আপেল, আঙুর দিয়ে সাজানো ফলের বাস্কেটও থাকবে সন্ধ্যার আপ্যায়নে। তিনি জানান, বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে জমবে শেষ সময়ের আড্ডা আর খোশগল্প।
এদিকে নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৩৬ জন। পূর্ণ মন্ত্রী হিসেবে আমন্ত্রিত হয়েছেন—আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ ও সাধন চন্দ্র মজুমদার।
পূর্ণ মন্ত্রী হিসেবে আরও আমন্ত্রিত হয়েছেন—রআম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে এবারের সরকারে আমন্ত্রিত হয়েছেন—সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম (টিটু)।
তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানানো হয়নি।
ভিসা না পাওয়ার কারণে গত দশ বছর বাংলাদেশে আসতে পারেননি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব পালন করা এই সাবেক রাষ্ট্রদূত বলেছেন, ‘গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি।’
২০ মিনিট আগেবাংলাদেশে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মনে করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ও ২০০৭ সালে সেনা–নিয়ন্ত্রিত সরকারের সময় বাংলাদেশের ক্ষেত্রে দেশটির নীতি ভুল ছিল। এখানে স্থিতিশীলতার জন্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালাবদলের ওপর গুরুত্ব
২৯ মিনিট আগেনিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।
২ ঘণ্টা আগেমাগুরায় নির্যাতনের শিকার শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। দুই দিন হলে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন।
৩ ঘণ্টা আগে