শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুলিশ সংস্কার কাজ শুরু হবে: কমিশনের প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৫: ৩৩
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৫: ৪৩

পুলিশ সংস্কার কাজ শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন। আজ রোববার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তিনি কথা জানান। 

সফর রাজ বলেন, ‘আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ জোগাড় চলছে। শিগগিরই কাজ শুরু হবে। পুলিশ সংস্কারের জন্য আনুষ্ঠানিক কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন। তথ্য সংগ্রহের পর শিগগিরই আনুষ্ঠানিক কাজ শুরু হবে।’ 

পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘এ কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে। সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামতও নেওয়া হবে।’ সেই সঙ্গে ১৫০ বছরের পুরোনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

 এ সময় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে। বেঁধে দেওয়া সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব বলে আশা রাখি।’

আরও পড়ৃন: 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত