Ajker Patrika

ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘে বাংলাদেশি বিশেষজ্ঞকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১: ১৭
ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘে বাংলাদেশি বিশেষজ্ঞকে উদ্ধার

ইয়েমেনে বিদ্রোহীদের হাতে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি বিশেষজ্ঞ একেএম সুফিউল আনাম আজ মঙ্গলবার মুক্তি পেয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। 

জাতিসংঘের একটি সূত্র বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় তিনি মুক্তি পেয়েছেন। তাঁকে ইয়েমেন থেকে ইউএইতে নেওয়া হয়েছে।  

১৮ মাস আগে ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত হন জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। 

তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আগামীকাল বুধবার তাঁকে দেশে ফেরানো হতে পারে। এরপর পরিবারের জিম্মায় তাঁকে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে জাতিসংঘে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে এবং তাঁর মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন ডলার দাবি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত