উদ্ধার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৩: ৩১
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৫: ৫২

হ্যাক হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। গত সোমবার (২২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। 

সে সময় ওয়েবসাইটের ঠিকানায় দেখা যায়-‘হ্যাকড বাই রেজিস্ট্যান্স’ লেখা ছিল। হ্যাকাররা ওয়েবসাইটে পুলিশ সদস্য, কুকুরসহ কয়েকজনের ছবি দিয়ে রেখেছিল। যেখানে লেখা ছিল, ‘অপারেশন হান্টডাউন, স্টপ কিলিং স্টুডেন্টস।’ 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। 

এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটও হ্যাক করেছিল এই গ্রুপ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত