কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে—সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন কয়েকটি পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক সংস্থা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি, অবাধ ও শান্তিপূর্ণ উপায়ে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ভোট সম্পন্নের কথা বলে আসছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তরও নিয়মিত এ বিষয়ে বক্তব্য দিচ্ছে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সরকারের ওপর চাপ তৈরির জন্যই এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, চাপ তৈরির ওই তৎপরতা অযথা, অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে সরকারের মনোভাবের কথা জাতিসংঘকে জানিয়েছেন।
মন্ত্রী এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের প্রধান আর্ল কুর্টনি রেটরের কাছে গত ২০ নভেম্বর এক চিঠি পাঠান। এতে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মন্ত্রীর চিঠিটি সংস্থার মহাসচিব দপ্তরে পৌঁছে দেয়।
পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে আশা প্রকাশ করেন, জাতিসংঘের কর্মকর্তারা পক্ষপাতহীনতা, সততা ও ঘনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড মেনে চলে সংস্থাটির গ্রহণযোগ্যতা ও সম্মান অক্ষুণ্ন রাখবে। জাতিসংঘের কর্মকর্তাদের প্রতিবেদনগুলোয় ভুল তথ্য ও বস্তুনিষ্ঠতার অভাব থাকলে এবং তা যদি উপাত্ত-নির্ভর না হয় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণযোগ্যতা হারাতে পারেন বলে মন্ত্রী সতর্ক করেন। বিষয়টি জাতিসংঘের সামগ্রিক প্রক্রিয়ার প্রতি এক অশনিসংকেত হিসেবে বিবেচিত হতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মোমেন চিঠিতে দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভোট, খাদ্য ও সুন্দর জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে অনেক কষ্ট করছেন। তাঁর (হাসিনা) এবারের ১৫ বছর মেয়াদে বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে। খুবই ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সবগুলো নির্বাচনই ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ। আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু ও অবাধ আয়োজন করতে তিনি সংকল্পবদ্ধ। তিনি বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ানো ও মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা সহ্য করবেন না। কিন্তু বিরোধী দলগুলো এ কাজ নিয়মিত করে আসছে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষের প্রাণ দেওয়ার ঘটনা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানুষের সম্মান রক্ষায় বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। এসব সত্ত্বেও নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিভিন্ন মহলের কাছ থেকে ‘অযাচিত, অযৌক্তিক ও আরোপিত রাজনৈতিক চাপের’ মুখোমুখি হচ্ছে বলে মন্ত্রী জাতিসংঘের কাছে অভিযোগ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতিসংঘ ও এর সকল সংস্থা এবং স্থানীয় কার্যালয়গুলো বাংলাদেশকে উন্নয়নের পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন জাতিসংঘ মহাসচিব ও সহকারী মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে কয়েকজন বাংলাদেশি বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিকে নিয়োগেরও আহ্বান জানান।
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে—সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন কয়েকটি পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক সংস্থা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি, অবাধ ও শান্তিপূর্ণ উপায়ে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ভোট সম্পন্নের কথা বলে আসছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তরও নিয়মিত এ বিষয়ে বক্তব্য দিচ্ছে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সরকারের ওপর চাপ তৈরির জন্যই এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, চাপ তৈরির ওই তৎপরতা অযথা, অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে সরকারের মনোভাবের কথা জাতিসংঘকে জানিয়েছেন।
মন্ত্রী এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের প্রধান আর্ল কুর্টনি রেটরের কাছে গত ২০ নভেম্বর এক চিঠি পাঠান। এতে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মন্ত্রীর চিঠিটি সংস্থার মহাসচিব দপ্তরে পৌঁছে দেয়।
পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে আশা প্রকাশ করেন, জাতিসংঘের কর্মকর্তারা পক্ষপাতহীনতা, সততা ও ঘনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড মেনে চলে সংস্থাটির গ্রহণযোগ্যতা ও সম্মান অক্ষুণ্ন রাখবে। জাতিসংঘের কর্মকর্তাদের প্রতিবেদনগুলোয় ভুল তথ্য ও বস্তুনিষ্ঠতার অভাব থাকলে এবং তা যদি উপাত্ত-নির্ভর না হয় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণযোগ্যতা হারাতে পারেন বলে মন্ত্রী সতর্ক করেন। বিষয়টি জাতিসংঘের সামগ্রিক প্রক্রিয়ার প্রতি এক অশনিসংকেত হিসেবে বিবেচিত হতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মোমেন চিঠিতে দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভোট, খাদ্য ও সুন্দর জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে অনেক কষ্ট করছেন। তাঁর (হাসিনা) এবারের ১৫ বছর মেয়াদে বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে। খুবই ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সবগুলো নির্বাচনই ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ। আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু ও অবাধ আয়োজন করতে তিনি সংকল্পবদ্ধ। তিনি বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ানো ও মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা সহ্য করবেন না। কিন্তু বিরোধী দলগুলো এ কাজ নিয়মিত করে আসছে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষের প্রাণ দেওয়ার ঘটনা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানুষের সম্মান রক্ষায় বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। এসব সত্ত্বেও নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিভিন্ন মহলের কাছ থেকে ‘অযাচিত, অযৌক্তিক ও আরোপিত রাজনৈতিক চাপের’ মুখোমুখি হচ্ছে বলে মন্ত্রী জাতিসংঘের কাছে অভিযোগ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতিসংঘ ও এর সকল সংস্থা এবং স্থানীয় কার্যালয়গুলো বাংলাদেশকে উন্নয়নের পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন জাতিসংঘ মহাসচিব ও সহকারী মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে কয়েকজন বাংলাদেশি বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিকে নিয়োগেরও আহ্বান জানান।
নবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪১ মিনিট আগেশিক্ষার্থীদের বিতর্কিত করার পরিকল্পনার বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্বেগ। সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানের শিক্ষা, আন্দোলনের সুফল এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বক্তব্য।
১ ঘণ্টা আগেরোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের সঙ্গে চলমান সংকট ঝুলে রয়েছে বছরের পর বছর। সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের এই নাগরিকদের বাংলাদেশে ঢোকা থামানো যাচ্ছে না কোনোভাবেই। এই অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেসংরক্ষিত নারী আসন বাড়ানোর পাশি সরাসরি নির্বাচন চেয়েছেন নারী নেত্রীরা। আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমনটাই উঠে এসেছে। বৈঠক শেষে বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী বলেন, আমরা সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০টি করার কথা বলেছি।
৩ ঘণ্টা আগে