কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিকে সামনে রেখে বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর রণতরি এইচএমএস কেন্ট। যুক্তরাজ্য ও বাংলাদেশের অটুট বন্ধন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক শান্তির প্রতি যুক্তরাজ্যের অটল প্রতিশ্রুতিকে সামনে রেখে সফরে এসেছে এই রণতরী। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের টাইপ ২৩ ফ্রিগেট রণতরি এইচএমএস কেন্ট চট্টগ্রাম নৌ ঘাঁটিতে এসে নোঙর করে। এ সময় বাংলাদেশের নৌবাহিনী ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন রণতরীকে স্বাগত জানায়। এই সফরে উদ্যাপিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
সফরকালীন সময় আশা করা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশে এইচএমএস কেন্ট বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে দুই দেশের সামরিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এইচএমএস কেন্টের কমান্ডিং অফিসার কমান্ডার ম্যাট সাইক্স বলেন, ‘এইচএমএস কেন্টের সফরকে ঘিরে বাংলাদেশ সরকার ও নৌবাহিনীর অবিরত সহযোগিতার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কেরিয়ার স্ট্রাইক গ্রুপে বাংলাদেশের অংশগ্রহণ ইউকে-বাংলাদেশের সুদীর্ঘ ও সুগভীর সম্পর্কের এক বিশেষ নজির স্থাপন করেছে।’
ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের বিশেষ রণতরি এইচএমএস কেন্ট বাংলাদেশের ইতিহাসের এক শুভক্ষণে এই সফরে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি দারুণ সুযোগ করে দিয়েছে স্বাধীনতার পাঁচ দশক পর এই দেশের অসাধারণ সব অর্জনগুলোকে তুলে ধরার।’
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিকে সামনে রেখে বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর রণতরি এইচএমএস কেন্ট। যুক্তরাজ্য ও বাংলাদেশের অটুট বন্ধন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক শান্তির প্রতি যুক্তরাজ্যের অটল প্রতিশ্রুতিকে সামনে রেখে সফরে এসেছে এই রণতরী। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের টাইপ ২৩ ফ্রিগেট রণতরি এইচএমএস কেন্ট চট্টগ্রাম নৌ ঘাঁটিতে এসে নোঙর করে। এ সময় বাংলাদেশের নৌবাহিনী ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন রণতরীকে স্বাগত জানায়। এই সফরে উদ্যাপিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
সফরকালীন সময় আশা করা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশে এইচএমএস কেন্ট বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে দুই দেশের সামরিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এইচএমএস কেন্টের কমান্ডিং অফিসার কমান্ডার ম্যাট সাইক্স বলেন, ‘এইচএমএস কেন্টের সফরকে ঘিরে বাংলাদেশ সরকার ও নৌবাহিনীর অবিরত সহযোগিতার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কেরিয়ার স্ট্রাইক গ্রুপে বাংলাদেশের অংশগ্রহণ ইউকে-বাংলাদেশের সুদীর্ঘ ও সুগভীর সম্পর্কের এক বিশেষ নজির স্থাপন করেছে।’
ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের বিশেষ রণতরি এইচএমএস কেন্ট বাংলাদেশের ইতিহাসের এক শুভক্ষণে এই সফরে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি দারুণ সুযোগ করে দিয়েছে স্বাধীনতার পাঁচ দশক পর এই দেশের অসাধারণ সব অর্জনগুলোকে তুলে ধরার।’
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেভ্রমণ কর জালিয়াতির অভিযোগে আজ বৃহস্পতিবার যশোরের বেনাপোল বন্দরে আটক হয়েছেন ছয় ভারতীয় পাসপোর্টধারী। তবে পরবর্তীকালে আর এ ধরনের অপরাধ করবেন না—এমন মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বেনাপোল পোর্ট থানার পুলিশ ছয়জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে।
২ ঘণ্টা আগেনারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা...
৩ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীসহ আট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। ২০২৫ সালের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
৩ ঘণ্টা আগে