১৫ বছরে চুন্নুর টাকা বেড়েছে ৩৭ গুণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর ১৫ বছরে নগদ ও ব্যাংকে জমা টাকা বেড়েছে ৩৭ গুণ। আর তাঁর স্ত্রীর বেড়েছে প্রায় চার গুণ। 

হলফনামা অনুযায়ী, চুন্নুর বর্তমান পেশা আইনজীবী, পাশাপাশি রয়েছে ব্যবসা। ২০০৮ সালে তাঁর পেশা ছিল কেবল আইনজীবী। তবে সে সময় তাঁর একটি বাস ছিল। ২০০৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ৪ লাখ ২৪ হাজার, আর স্ত্রীর নামে ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া নগদ ছিল ৪ লাখ ৯৮ হাজার, স্ত্রীর ছিল ১ লাখ ৭৬ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ ২০০৮ সালে চুন্নুর ছিল ৯ লাখ ২২ হাজার ২৯০ এবং স্ত্রীর ছিল ৩ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। বর্তমানে চুন্নু ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ ও স্ত্রী ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকার মালিক। 

২০০৮ সালে চুন্নুর কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও বর্তমানে তাঁর ২৩ হাজার ৭০৫ মার্কিন ডলার এবং স্ত্রীর ২২ হাজার ৭২৮ মার্কিন ডলার রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বর্তমানে আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকা। এখন অবশ্য তাঁর কোনো সঞ্চয়পত্র নেই। 

স্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে কেবল পৈতৃক সূত্রে বাড়ির অংশ ও যৌথ মালিকানায় বণ্টন না হওয়া কৃষিজমি ছিল ‍চুন্নুর। বর্তমানে স্ত্রীসহ যৌথ নামে কিশোরগঞ্জে ৪ দশমিক ২৫ একর কৃষিজমি, নিজের নামে ৭ দশমিক ৭৫ একর কৃষিজমি, অকৃষিজমি হিসেবে রাজউক পূর্বাচলে ১০ কাঠার প্লট এবং গ্রামের বাড়ি তাড়াইলে দালান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত