বাড়িতে থেকেও গুলিতে শিশু নিহত, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৫: ৩৩
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনের সময় বাড়ি ও বাড়ির আঙিনায় থেকেও গুলিবিদ্ধ হয়ে শিশু নিহতের ঘটনায় আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। 
 
রিটের পক্ষে রিটকারী আইনজীবী তৈমূর আলম খন্দকার নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

আদেশের পর আইনজীবী তৈমূর আলম বলেন, ‘৫০ লাখ টাকা করে দেওয়ার আবেদন করেছিলাম। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন। তাই এই বিষয়ে কোনো আদেশ না দিয়ে আগামী ৫ সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করে দিয়েছেন।’ 

এ পর্যন্ত ১৩ শিশু নিহতের বিষয়ে তথ্য পেয়েছেন বলে জানান তিনি। এর আগে গত ৩১ জুলাই জনস্বার্থে রিটটি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত