Ajker Patrika

এলপিজির দাম পুনর্নির্ধারণের গণশুনানি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলপিজির দাম পুনর্নির্ধারণের গণশুনানি স্থগিত

তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণে ডাকা গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট এই শুনানি হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে এক নোটিশে তা স্থগিত করার কথা জানিয়েছে বিইআরসি। 

বিইআরসির নোটিশে বলা হয়েছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গণশুনানির বিষয়ে ১২ আগস্ট একটি রুল জারি করেছে। এই রুলের কারণে এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে ১৭–১৮ আগস্ট অনুষ্ঠেয় গণশুনানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। 

গত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এলপিজির দাম পুনর্নির্ধারণ গণশুনানি। একদিনে যদি শুনানি না হয়, তাহলে ১৮ আগস্টও রাখা হয়েছিল আলোচনার সুযোগ। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি।

গত ১২ এপ্রিল এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় গণশুনানি আয়োজনের ঘোষণা দেয় বিইআরসি। 

এ বিষয়ে বিইআরসির সদস্য (গ্যাস) তৌফিক–ই–ইলাহী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এখন যেহেতু আদালতের নির্দেশনা এসেছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই সিদ্ধান্ত স্থগিত করলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত