লাল রঙে সয়লাব ফেসবুক

জবি সংবাদদাতা 
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৫: ৪৮
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কিন্তু গতকাল সোমবার মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রং বেছে নেন। 

গতকাল সোমবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা তাদের প্রোফাইলের ছবি লাল রঙের করেন। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। তবে কেবল শিক্ষার্থীরাই নন, সারা দেশের বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এই ট্রেন্ডে যোগ দেন। 

এ বিষয়ে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত বিন তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যে প্রহসনমূলক রাষ্ট্রীয় শোক দিয়েছে, তা প্রত্যাখ্যান করে এবং দেশের মানুষকে শিক্ষার্থীদের রক্তের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই প্রোফাইল পিকচার লাল করেছি।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ‘আমরা প্রোফাইল পিকচার লাল করেছি রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যানের জন্য। অত্যাচার, নির্যাতন করে নিরীহ শিক্ষার্থীদের যারা মারছে, তাদের আগে বিচারের আওতায় আনতে হবে। তারপর না হয় রাষ্ট্রীয় শোক পালন করব।’ 

এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন। এর আগে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত