নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
১ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১১ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১৩ ঘণ্টা আগে