কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় আসছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর বলে কূটনীতিকেরা জানিয়েছেন।
সুলতান বলকিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেবে।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন ব্রুনেইয়ের সুলতান। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
আজ সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন। এরপর সুলতান বলকিয়াহ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন। পরে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।
আগামীকাল রোববার সকালে সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে বৈঠক করবেন।
বৈঠকের পর সুলতান ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া এবং দুই দেশের নাবিকদের সনদের স্বীকৃতিসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হতে পারে। সুলতান বলকিয়াহ ১৭ অক্টোবর সোমবার ঢাকা ত্যাগ করবেন।
ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় আসছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর বলে কূটনীতিকেরা জানিয়েছেন।
সুলতান বলকিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেবে।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন ব্রুনেইয়ের সুলতান। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
আজ সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন। এরপর সুলতান বলকিয়াহ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন। পরে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।
আগামীকাল রোববার সকালে সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে বৈঠক করবেন।
বৈঠকের পর সুলতান ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া এবং দুই দেশের নাবিকদের সনদের স্বীকৃতিসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হতে পারে। সুলতান বলকিয়াহ ১৭ অক্টোবর সোমবার ঢাকা ত্যাগ করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৮ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগেসংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দে
৯ ঘণ্টা আগেজাপান বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, জাপান অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে।
১০ ঘণ্টা আগে