নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে গত রোববার থেকে নগরের শপিংমল ও দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ক্রেতা থাকে হাতেগোনা। করোনা ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় মূলত ঈদের বাজারে ক্রেতা আসছে না। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাবেন বলে আশা ব্যবসায়ীদের।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের নিউমার্কেটে দেখা যায়, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই তাঁদের মার্কেট সমিতির উদ্যোগে মাস্ক দেওয়া হচ্ছে। কোনোভাবেই মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তবে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট ও চকবাজারের চিত্র ছিলো ভিন্ন। এখানে ক্রেতা ও বিক্রয়কর্মীর অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্যানমারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আজকের পত্রিককে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতা কম। বিকেলের দিকে কিছু ক্রেতা আসছে। মূলত করোনার ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসছেন না। আশা করছি ঈদের আগে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাব। টেরিবাজারে ছোটবড় মিলিয়ে ৭০টির মতো দোকান আছে।
নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অন্য মার্কেট থেকে কিছুটা ক্রেতার দেখা মিলেছে। এখানে প্রায় দুই শতাধিক দোকান আছে। যেগুলোতে কম দামে কাপড় বিক্রি করা হয়। তাই এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে।
রুনা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের মালিক আরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অন্য সময় এখানে ক্রেতার ভিড়ে হিমশিম খেতে হতো। বেচাকেনা চলতো সেহেরির আগ পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা এই একটি মৌসুমে লাখ লাখ টাকার ব্যবসা করতেন। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও ব্যবসা নেই।
চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে গত রোববার থেকে নগরের শপিংমল ও দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ক্রেতা থাকে হাতেগোনা। করোনা ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় মূলত ঈদের বাজারে ক্রেতা আসছে না। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাবেন বলে আশা ব্যবসায়ীদের।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের নিউমার্কেটে দেখা যায়, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই তাঁদের মার্কেট সমিতির উদ্যোগে মাস্ক দেওয়া হচ্ছে। কোনোভাবেই মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তবে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট ও চকবাজারের চিত্র ছিলো ভিন্ন। এখানে ক্রেতা ও বিক্রয়কর্মীর অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্যানমারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আজকের পত্রিককে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতা কম। বিকেলের দিকে কিছু ক্রেতা আসছে। মূলত করোনার ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসছেন না। আশা করছি ঈদের আগে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাব। টেরিবাজারে ছোটবড় মিলিয়ে ৭০টির মতো দোকান আছে।
নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অন্য মার্কেট থেকে কিছুটা ক্রেতার দেখা মিলেছে। এখানে প্রায় দুই শতাধিক দোকান আছে। যেগুলোতে কম দামে কাপড় বিক্রি করা হয়। তাই এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে।
রুনা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের মালিক আরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অন্য সময় এখানে ক্রেতার ভিড়ে হিমশিম খেতে হতো। বেচাকেনা চলতো সেহেরির আগ পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা এই একটি মৌসুমে লাখ লাখ টাকার ব্যবসা করতেন। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও ব্যবসা নেই।
মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে যাচাই-বাছাই না করে নতুন অধ্যাদেশ এবং সংশোধিত আইনের খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগ এক অফিস আদেশে সব সচিবকে বিষয়টি জানিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার...
১ ঘণ্টা আগেসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগেভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। সেই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে...
১ ঘণ্টা আগেপ্রায় ১৩ বছরের অপেক্ষার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে পেশাগত কাজে অস্ত্র ব্যবহারের অনুমতি পেলেন। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহারের নীতিমালা অনুমোদন করেছে। তবে গুলি করার ক্ষেত্রে কড়া নিয়ম মেনে চলতে হবে। মাদক নিয়ন্ত্রণে...
১ ঘণ্টা আগে