Ajker Patrika

বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা চাইলেন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা চাইলেন ভারতীয় হাইকমিশনার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার। 

বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চান হাইকমিশনার। উপদেষ্টা হাইকমিশনারকে এ বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করে বলেন, ‘বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাঁদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাঁদের পাঠ কার্যক্রম শুরু করতে পারেন।’ 

সাক্ষাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। হাইকমিশনার এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য–উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন। 

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের বিষয়ে হাইকমিশনার বলেন, স্বল্প পরিসরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সেন্টার চালু রয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে ও পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের জন্য এই সেন্টার চালু রয়েছে। 

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান–প্রদানসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

প্রথমেই উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

সীমান্ত নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সীমান্তে হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত