Ajker Patrika

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি ঢাকা আসছেন।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ১৪ জানুয়ারি রাতে ডোনাল্ড লু’র ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ১৫ জানুয়ারি তাঁর সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে।’

এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে দেশটির বিনিয়োগের সম্ভাবনা, মার্কিন অস্ত্র বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় চুক্তি সই করা, ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসসহ মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের হালচালসহ বিভিন্ন বিষয় আসতে পারে বলে কূটনীতিকেরা মনে করছেন।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে র‍্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া এবং দেশটির বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হবে বলেও মনে করছেন কূটনীতিকেরা।

রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ কর্মী সাজেদুল ইসলামের বাসায় এক অনুষ্ঠানে গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে মার্কিন দূতাবাস অভিযোগ করেছে। এ ছাড়া কিছু লোক তাঁর গাড়ি ঘিরে ধরার চেষ্টা করেছে। এর ফলে তাঁর নিরাপত্তা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন। পরে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে পররাষ্ট্র দপ্তরে ডেকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত