Ajker Patrika

কিছু দেশের অসন্তোষের কারণ খুঁজে সমাধানের চেষ্টা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কিছু দেশের অসন্তোষের কারণ খুঁজে সমাধানের চেষ্টা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ওপর কিছু দেশের অসন্তোষের কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ সময় ২০২২ সালের কূটনীতিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

বাংলাদেশের উদ্দেশ্য সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা-এ কথা উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘কোনো কোনো দেশ আমাদের ওপর একটু অসন্তুষ্ট। সেই অসন্তুষ্টির কারণ আমরা খুঁজে বের করব। সেই অসন্তুষ্টি দূর করার চেষ্টা করব।’ এ ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নিরপেক্ষতা পালনের কথা বলেন মন্ত্রী। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আর আওয়ামী লীগ বিশ্বাস করে গণতন্ত্রে। খুব কম দেশ বাংলাদেশের মতো গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। আমাদের দেশে গণতন্ত্র মোটামুটি ভালো। তবে কোনো গণতন্ত্র পরিপক্ব নয়। এটি বিবর্তনমূলক প্রক্রিয়া। আমাদের প্রচেষ্টা থাকবে গণতন্ত্র আরও যাতে পরিপক্ব হয়।’ 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেক শত্রু রয়েছে। যারা মিথ্যা তথ্য দিয়ে অনেকের কান ভারী করে। সেখানে আমরা সত্য বিষয়গুলো তুলে ধরতে চাই।’ 

যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নতিতে পদক্ষেপগুলো কী-এ প্রশ্নে একে আবদুল মোমেন বলেন, ‘আমরা দেখব, কী কারণে তারা অসন্তুষ্ট। সেগুলো ঠিক করার চেষ্টা করব। আর যদি মিথ্যা তথ্যের ওপর তারা অসন্তুষ্ট হয়, তবে সঠিক তথ্যটি তাদের দেব। আর আমাদের যদি কোনো দুর্বলতা থাকে, তা ঠিক করার চেষ্টা করব।’ 

র‍্যাবের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ওয়াশিংটন এত দিন বন্ধ ছিল। চিঠি পাঠিয়েছি, কবে তার উত্তর আসবে জানা নাই। আমরা আমাদের কথা বলেছি। দেখি কী উত্তর দেয়। আমরা সব সময়ে আশাবাদী।’ 

র‍্যাবের ইস্যুতে আইনজীবী নিয়োগ করা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেখানে আইনি প্রক্রিয়ায় যেতে হবে, বাংলাদেশ সেখানে আইনি প্রক্রিয়ায় যাবে।’ 

যুক্তরাষ্ট্রে সফরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে ঢাকায় বিনিয়োগ নিয়ে আবারও আলোচনা করতে চাচ্ছে। আমরা এটিকে স্বাগত জানিয়েছি। ইউএসএআইডির প্রধানের বাংলাদেশ সফরের কথা রয়েছে। আমরা তাঁকেও স্বাগত জানিয়েছি।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে বিনিয়োগ বাড়ানো, বাণিজ্যের পরিধি বাড়ানো, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ানো।’ আঞ্চলিক ও কিছু দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যা নিয়ে তিনি বলেন, সমস্যা উত্তরণে চেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত