বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ পেলেন ১৯ হাজার, যোগদান ১৯ সেপ্টেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি) ১৯ হাজার ৫৮৬ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

আজ বুধবার এনটিআরসিএ-এর সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করে প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন।
 
আরও বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএস যাবে। এ ছাড়া ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে ১৯ হাজার ৫৮৬ শিক্ষক নিয়োগে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদ ৯৬ হাজার ৭৩৬টি। কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে তিন গুণ কম আবেদন পড়ে। আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ। আবেদন পড়ে মাত্র ২৩ হাজার ৭৩২টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত