অনলাইন ডেস্ক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে তলানির দিকে অবস্থান করছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স: ২০২৪ গ্লোবাল র্যাঙ্কিং অনুসারে, বিশ্বের ১৯৯টি পাসপোর্টের মধ্যে বাংলাদেশের অবস্থান তলানির দিক থেকে ৭ নম্বরে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে ফিলিস্তিনি অঞ্চল। মোট ১০৩টি অবস্থানের এই তালিকায় স্থান দেওয়া হয়েছে ১৯৯টি দেশ ও অঞ্চলকে।
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত তালিকা অনুসারে, মূলত সংশ্লিষ্ট দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই সবচেয়ে বেশি দেশ বা গন্তব্যে যাওয়ার সক্ষমতা বিবেচনা নিয়ে এই তালিকা করা হয়েছে। সেই বিবেচনায় এই তালিকার শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট দিয়ে ১৯৫টি দেশ বা অঞ্চলে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে।
এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে পাঁচটি দেশ। দেশগুলো হলো—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে ১৯২টি দেশে। তালিকার তৃতীয় স্থানে আছে মোট সাতটি দেশ। সেগুলো হলো—অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে ১৯১টি দেশে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স: ২০২৪ অনুসারে তালিকার চতুর্থ স্থানে আছে ছয়টি দেশ। এসব দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই ১৯০টি দেশে প্রবেশ করতে পারবেন। দেশগুলো হলো—বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। পঞ্চম অবস্থানে থাকা দুটি দেশ হলো—অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এ দুই দেশের পাসপোর্ট দিয়ে প্রবেশ করা যাবে ১৮৯টি দেশে।
বিপরীতে তালিকার ৯৭তম অবস্থানে আছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনি অঞ্চলও এই অবস্থানে আছে। উভয় দেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে। তালিকার ৮২-তম অবস্থানে আছে প্রতিবেশী ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান আছে সবচেয়ে তলানিতে, ১০৩ নম্বরে। শ্রীলঙ্কা আছে ৯৩তম অবস্থানে, পাকিস্তান ১০০তম অবস্থানে, নেপাল ৯৮তম অবস্থানে, ভুটান আছে ৮৭তম অবস্থানে এবং মালদ্বীপ আছে ৫২ নম্বরে।
বৈশ্বিক পাসপোর্ট সূচকে তলানির দিকে অবস্থান করছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স: ২০২৪ গ্লোবাল র্যাঙ্কিং অনুসারে, বিশ্বের ১৯৯টি পাসপোর্টের মধ্যে বাংলাদেশের অবস্থান তলানির দিক থেকে ৭ নম্বরে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে ফিলিস্তিনি অঞ্চল। মোট ১০৩টি অবস্থানের এই তালিকায় স্থান দেওয়া হয়েছে ১৯৯টি দেশ ও অঞ্চলকে।
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত তালিকা অনুসারে, মূলত সংশ্লিষ্ট দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই সবচেয়ে বেশি দেশ বা গন্তব্যে যাওয়ার সক্ষমতা বিবেচনা নিয়ে এই তালিকা করা হয়েছে। সেই বিবেচনায় এই তালিকার শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট দিয়ে ১৯৫টি দেশ বা অঞ্চলে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে।
এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে পাঁচটি দেশ। দেশগুলো হলো—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে ১৯২টি দেশে। তালিকার তৃতীয় স্থানে আছে মোট সাতটি দেশ। সেগুলো হলো—অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে ১৯১টি দেশে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স: ২০২৪ অনুসারে তালিকার চতুর্থ স্থানে আছে ছয়টি দেশ। এসব দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই ১৯০টি দেশে প্রবেশ করতে পারবেন। দেশগুলো হলো—বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। পঞ্চম অবস্থানে থাকা দুটি দেশ হলো—অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এ দুই দেশের পাসপোর্ট দিয়ে প্রবেশ করা যাবে ১৮৯টি দেশে।
বিপরীতে তালিকার ৯৭তম অবস্থানে আছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনি অঞ্চলও এই অবস্থানে আছে। উভয় দেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে। তালিকার ৮২-তম অবস্থানে আছে প্রতিবেশী ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান আছে সবচেয়ে তলানিতে, ১০৩ নম্বরে। শ্রীলঙ্কা আছে ৯৩তম অবস্থানে, পাকিস্তান ১০০তম অবস্থানে, নেপাল ৯৮তম অবস্থানে, ভুটান আছে ৮৭তম অবস্থানে এবং মালদ্বীপ আছে ৫২ নম্বরে।
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
২৯ মিনিট আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
২ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৬ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১২ ঘণ্টা আগে