Ajker Patrika

কাল থেকে বাড়বে তাপমাত্রা, কমবে শীতের প্রকোপ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাল থেকে বাড়বে তাপমাত্রা, কমবে শীতের প্রকোপ 

দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশে এতদিন একটু একটু করে শীতের তীব্রতা বাড়ছিল। তবে আগামীকাল শুক্রবার থেকে কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। এতে কমে আসবে শীতের প্রকোপ। এরপর জানুয়ারির ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত এ কদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমার পর আবার কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়তে থাকবে। এরপর ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এরপরে আবার কমতে পারে তাপমাত্রা। তবে মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তখন শীতের তীব্রতা বেশি থাকবে।’ 

আবহাওয়া অধিদপ্তর থেকে বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে আবার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১০ দশমিক ৩, যা গতকাল ছিল তেঁতুলিয়া ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩, আজ ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ১২ দশমিক ৬, আজ ১২ দশমিক ৩, চট্টগ্রামে ছিল ১৫ দশমিক ৫, আজ ১৫, সিলেটে ছিল ১৩ দশমিক ৯, আজ ১৩ দশমিক ৮, রাজশাহীতে ছিল ৯ দশমিক ৫, আজ ১০ দশমিক ৯, রংপুরে ছিল ১০ দশমিক ৬, আজ ১১ দশমিক ৩, খুলনায় ছিল ১২ দশমিক ৫, আজও একই আছে এবং বরিশালে ছিল ১১ দশমিক ৬, আজ ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত