লিবিয়া ও তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন ১৬১, অধিকাংশ মানবপাচারের শিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৩: ৪৭
লিবিয়া ও তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হয়েছে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

লিবিয়ার বেনগাজি ও এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৬টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে তাঁরা দেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই বাংলাদেশিদের ফেরানো হয়েছে।

এর আগে ভোর ৫টা ২৫ মিনিটে টিকে ৭১২ ফ্লাইট যোগে তিউনিসিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাঁদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন বিদেশ গমন না করে এ বিষয়ে তাঁদের সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অনুরোধ জানান।

লিবিয়া ও তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হয়েছে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
লিবিয়া ও তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হয়েছে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আইওএম–এর পক্ষ থেকে তিউনিসিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া হতে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত