Ajker Patrika

কোটা আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৭: ১০
কোটা আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন বিশ্বাস করে, এ দেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় পূর্ণভাবে সক্ষম। 

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের ওপর আলোকপাত করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রদূত চীনের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়া, এমন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। 
 
রাষ্ট্রদূত বলেন, সমন্বিত অর্থনৈতিক সহযোগিতার আওতায় চীন শিগগিরই দুই বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ছাড় করার লক্ষ্যে কাজ করছে। 
 
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে রাষ্ট্রদূত বলেন, চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন। 
 
পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরির জন্য চীনের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত