নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য পাশের দেশ ভারতে গেছেন, এসে পড়বেন।’ আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ঝিনাইদহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তাঁর মেয়েরা বলেছেন, তাঁর আর খোঁজ-খবর নেই। ইনশাআল্লাহ তিনি চলে আসবেন।’
তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না যে মিয়ানমার গেছেন, যেখানে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এসএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরোনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন।’
এ দিকে রোববার বাবার সন্ধান পেতে ডিবি কার্যালয়ে সহযোগিতা চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে।’
হারুন অর রশীদ বলেন, ‘১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তাঁর অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে।’
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য পাশের দেশ ভারতে গেছেন, এসে পড়বেন।’ আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ঝিনাইদহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তাঁর মেয়েরা বলেছেন, তাঁর আর খোঁজ-খবর নেই। ইনশাআল্লাহ তিনি চলে আসবেন।’
তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না যে মিয়ানমার গেছেন, যেখানে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এসএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরোনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন।’
এ দিকে রোববার বাবার সন্ধান পেতে ডিবি কার্যালয়ে সহযোগিতা চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে।’
হারুন অর রশীদ বলেন, ‘১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তাঁর অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে।’
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে দিতে ভারত বাধ্য। পানি না দেওয়ার কোনো যুক্তি নেই। পানির ন্যায্য হিস্যা আদায় করতে ভারতকে রাজনৈতিক, সামাজিকভাবে চাপ দিতে হবে।
২৯ মিনিট আগেমিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
৩ ঘণ্টা আগেসরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুব
৩ ঘণ্টা আগেবাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মতামত জানতে ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে একটি জনমত জরিপ পরিচালিত হয়েছে। টেলিফোনে এই জরিপে অংশ নিয়েছেন দেশের আটটি বিভাগের ১ হাজার মানুষ।
৪ ঘণ্টা আগে