Ajker Patrika

ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখলেই আমলা গোষ্ঠী রং বদলাবে, সংসদে মেনন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখলেই আমলা গোষ্ঠী রং বদলাবে, সংসদে মেনন

শেখ হাসিনার সরকারের ক্ষমতার ভিত গরিব-নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। ক্ষমতার পরিবর্তনের সামান্যতম সম্ভাবনা দেখলেই বড়লোক আমলাগোষ্ঠী মুহূর্তের মধ্যে রং বদলাবে। বঙ্গবন্ধু হত্যার পর তাই দেখা গিয়েছিল। 

আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। 

রাশেদ খান মেনন বলেন, ‘রেজিম চেঞ্জের খেলা শুরু হয়েছে। মার্কিনিদের বন্ধুরা এমনভাবে কথা বলছেন যে খোদ স্টেট ডিপার্টমেন্ট তাঁদের পেছনে রয়েছে। সাত দিনের মধ্যে সরকার ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। আমি বলি ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন। এটা পঁচাত্তর বা ২০০১ নয়। নিজের অর্থায়নে বাংলাদেশ পদ্মাসেতু করেছে। এটা শেখ হাসিনার গৌরব, বাংলাদেশের গৌরব। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর এ লড়াইয়ে ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দল আছে এবং থাকবে।’ 

করোনা কারণে দেশে ধনী ও গরিবের বৈষম্য আরও বেড়েছে উল্লেখ করে মেনন বলেন, ‘এই সময়কালে আমাদের দেশসহ বিশ্বের অন্যান্য দেশের ধনীদের সম্পদ লাফিয়ে বেড়েছে। আর গরিব মধ্যবিত্ত নিম্নবিত্তদের আয় কমেছে।’ 

বাজেট প্রসঙ্গে মেনন বলেন, ‘বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সংশ্লিষ্ট খাতে বরাদ্দ আনুপাতিক হারে কমেছে। কোভিডকালে স্বাস্থ্য খাতে দুর্নীতির মহোৎসব আমরা দেখেছি। মন্ত্রী নিজেই স্বীকার করেছেন স্বাস্থ্য খাতে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নেই। ২০১০-এর জাতীয় শিক্ষানীতি এখন যেন অতীতের ব্যাপার। নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান, গণিত পিছিয়েছে। আর দুর্নীতির কথা নাইবা বললাম।’ 

সংস্কৃতি পিছিয়ে পরছে, জায়গা নিচ্ছে করপোরেট কালচার উল্লেখ করে মেনন বলেন, ‘বাজেটে সংস্কৃতি ক্ষেত্রে বরাদ্দতো হাস্যকর বটেই। সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে কর্তৃপক্ষের মনোভাব আরও মারাত্মক।’ 

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘বাংলাদেশে ইসলাম এসেছিল সুফি-সাধকদের মাধ্যমে। অথচ দেশে ওহাবি, সালাফী প্রচারের মতবাদ বাড়ছে। জামাতিরা নারী কর্মীদের তালিমের নামে, পর্দার নামে, নামাজের জায়গা দেওয়ার নামে রাজনীতির প্রচারে নামিয়ে দিয়েছে। এই সংসদে আপনারা ছাড়া রাস্তায় বেরোলে বাঙালি ললনা দেখি না। মনে হয় আফগানিস্তানের রাস্তা দিয়ে চলছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত