অনলাইন ডেস্ক
২০১৮ সালের সেপ্টেম্বরে সংসদে পাস হয় বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)। আইনটি যে প্রতিপক্ষ ও ভিন্নমতকে দমনের জন্য যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে, তা আইনমন্ত্রী আনিসুল হক একাধিকবার স্বীকার করেছেন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনটি রহিত করে এর কিছু ধারা সংশোধনের পর ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।
এই আইনে আগে যত মামলা হয়েছে এবং এর ভুক্তভোগী যারা, সেই পরিসংখ্যানের দিকে একটু নজর দেওয়া যাক।
গত ৫ জুন আইনমন্ত্রী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে প্রায় ৭ হাজার মামলা হয়েছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। মন্ত্রী এ-ও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ উদ্বিগ্ন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) সংগৃহীত তথ্য অনুসারে, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত ডিএসএর অধীনে করা মামলার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, এই মামলায় ভুক্তভোগীদের একটি বড় অংশ সাংবাদিক। সাংবাদিকদের বিরুদ্ধে বেশির ভাগ মামলা করেছেন ক্ষমতাসীন দল বা তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকেরা। চার বছরে ক্ষমতাসীন দলের লোকেরা এই আইনের অধীনে সপ্তাহে গড়ে একটি মামলা করেছেন। এগুলোর মধ্যে ১৪০টি মামলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কটূক্তি’ করার অভিযোগে।
এই মামলায় আসামিদের তিনজনের একজন গ্রেপ্তার হয়েছেন। অধিকাংশ মামলায় আসামি সাংবাদিক এবং রাজনীতিক। আর ৬০ শতাংশ মামলাই হয়েছে ফেসবুকে কোনো কিছু লেখা, শেয়ার করা বা সমর্থন জানানোর অভিযোগে।
সিজিএস আরও দেখেছে, এই সময় দায়ের হওয়া ১ হাজার ১০৯টি মামলায় মোট ২ হাজার ৮৮৯ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ৭২৫টি মামলা দায়ের করা হয়েছে ২০২২ সালের আগে। অর্থাৎ মামলাগুলোতে তদন্ত প্রতিবেদন দাখিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি সময়সীমা অতিক্রম করেছে।
২০২০ সালের জানুয়ারি থেকে ২৬ মাসে ডিএসএ আইনে যত মামলা হয়েছে, সেগুলোর বেশির ভাগই করেছেন ক্ষমতাসীন দল বা তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অধিকারকর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাংবাদিকেরা এসব আইনের বেশির ভাগ ভুক্তভোগী। এই সময়ে মোট দায়ের হওয়া ৮৯০ মামলার মধ্যে ২০৬টি মামলা করেছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ ছাড়া পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাও এই আইনে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করেছে।
সিজিএসের হিসাব অনুযায়ী, এই ২৬ মাসে র্যাব ১৯টি, পুলিশ ৮৭টি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫টি, ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠন ২০৬টি, সরকারি কর্মকর্তা ৪৩টি, বেসরকারি কর্মচারী ৩০টি, এনজিও কর্মী ৫টি, ব্যবসায়ী ১৪টি, শিক্ষাবিদ ১৮টি, সাংবাদিক ২৫টি, আইনজীবী ২২টি, অন্যান্য ২১, শিক্ষার্থী ১৩ এবং ৩৮২ জনের পেশা ও পরিচয় নিশ্চিত করতে পারেনি সিজিএস।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের মধ্যে ১৬৭ জন বা ৮১ শতাংশ সরাসরি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জড়িত। অভিযোগকারীদের মধ্যে ৩৭ জন জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচিত পদে অধিষ্ঠিত। তাঁদের মধ্যে পাঁচজন সংসদ সদস্য।
সিজিএসের সমীক্ষায় বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে ২০৭ জন সাংবাদিক, ৪১ জন শিক্ষাবিদ, ১০ এনজিও ও অধিকারকর্মী, ২৫৪ জন রাজনীতিক, ৭৯ জন ছাত্র, ৩২ জন সরকারি কর্মচারী, ৫৩ জন বেসরকারি কর্মচারী, ৭৯ জন ব্যবসায়ী, ২১ জন আইনজীবী, ৮ জন ধর্মীয় নেতা, ৩৬ জন অন্যান্য পেশার। ১ হাজার ৪২৪ জনের পেশা জানা যায়নি।
যাঁদের পেশা জানা গেছে, তাঁদের মধ্যে ৩০ দশমিক ৯৮ শতাংশই রাজনীতিক। আর এক-চতুর্থাংশের বেশি সাংবাদিক। সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ডিএসএ আইনের অধীন মামলা বেড়েছে।
২০১৮ সালের সেপ্টেম্বরে সংসদে পাস হয় বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)। আইনটি যে প্রতিপক্ষ ও ভিন্নমতকে দমনের জন্য যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে, তা আইনমন্ত্রী আনিসুল হক একাধিকবার স্বীকার করেছেন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনটি রহিত করে এর কিছু ধারা সংশোধনের পর ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।
এই আইনে আগে যত মামলা হয়েছে এবং এর ভুক্তভোগী যারা, সেই পরিসংখ্যানের দিকে একটু নজর দেওয়া যাক।
গত ৫ জুন আইনমন্ত্রী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে প্রায় ৭ হাজার মামলা হয়েছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। মন্ত্রী এ-ও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ উদ্বিগ্ন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) সংগৃহীত তথ্য অনুসারে, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত ডিএসএর অধীনে করা মামলার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, এই মামলায় ভুক্তভোগীদের একটি বড় অংশ সাংবাদিক। সাংবাদিকদের বিরুদ্ধে বেশির ভাগ মামলা করেছেন ক্ষমতাসীন দল বা তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকেরা। চার বছরে ক্ষমতাসীন দলের লোকেরা এই আইনের অধীনে সপ্তাহে গড়ে একটি মামলা করেছেন। এগুলোর মধ্যে ১৪০টি মামলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কটূক্তি’ করার অভিযোগে।
এই মামলায় আসামিদের তিনজনের একজন গ্রেপ্তার হয়েছেন। অধিকাংশ মামলায় আসামি সাংবাদিক এবং রাজনীতিক। আর ৬০ শতাংশ মামলাই হয়েছে ফেসবুকে কোনো কিছু লেখা, শেয়ার করা বা সমর্থন জানানোর অভিযোগে।
সিজিএস আরও দেখেছে, এই সময় দায়ের হওয়া ১ হাজার ১০৯টি মামলায় মোট ২ হাজার ৮৮৯ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ৭২৫টি মামলা দায়ের করা হয়েছে ২০২২ সালের আগে। অর্থাৎ মামলাগুলোতে তদন্ত প্রতিবেদন দাখিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি সময়সীমা অতিক্রম করেছে।
২০২০ সালের জানুয়ারি থেকে ২৬ মাসে ডিএসএ আইনে যত মামলা হয়েছে, সেগুলোর বেশির ভাগই করেছেন ক্ষমতাসীন দল বা তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অধিকারকর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাংবাদিকেরা এসব আইনের বেশির ভাগ ভুক্তভোগী। এই সময়ে মোট দায়ের হওয়া ৮৯০ মামলার মধ্যে ২০৬টি মামলা করেছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ ছাড়া পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাও এই আইনে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করেছে।
সিজিএসের হিসাব অনুযায়ী, এই ২৬ মাসে র্যাব ১৯টি, পুলিশ ৮৭টি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫টি, ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠন ২০৬টি, সরকারি কর্মকর্তা ৪৩টি, বেসরকারি কর্মচারী ৩০টি, এনজিও কর্মী ৫টি, ব্যবসায়ী ১৪টি, শিক্ষাবিদ ১৮টি, সাংবাদিক ২৫টি, আইনজীবী ২২টি, অন্যান্য ২১, শিক্ষার্থী ১৩ এবং ৩৮২ জনের পেশা ও পরিচয় নিশ্চিত করতে পারেনি সিজিএস।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের মধ্যে ১৬৭ জন বা ৮১ শতাংশ সরাসরি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জড়িত। অভিযোগকারীদের মধ্যে ৩৭ জন জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচিত পদে অধিষ্ঠিত। তাঁদের মধ্যে পাঁচজন সংসদ সদস্য।
সিজিএসের সমীক্ষায় বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে ২০৭ জন সাংবাদিক, ৪১ জন শিক্ষাবিদ, ১০ এনজিও ও অধিকারকর্মী, ২৫৪ জন রাজনীতিক, ৭৯ জন ছাত্র, ৩২ জন সরকারি কর্মচারী, ৫৩ জন বেসরকারি কর্মচারী, ৭৯ জন ব্যবসায়ী, ২১ জন আইনজীবী, ৮ জন ধর্মীয় নেতা, ৩৬ জন অন্যান্য পেশার। ১ হাজার ৪২৪ জনের পেশা জানা যায়নি।
যাঁদের পেশা জানা গেছে, তাঁদের মধ্যে ৩০ দশমিক ৯৮ শতাংশই রাজনীতিক। আর এক-চতুর্থাংশের বেশি সাংবাদিক। সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ডিএসএ আইনের অধীন মামলা বেড়েছে।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৭ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৯ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৯ ঘণ্টা আগে