নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যের হাসির আলোকছটা যখন সকালের সোনারোদ হয়ে বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে নতুন বাংলা বর্ষ ১৪৩০ বরণ করে নেওয়ার আয়োজন। সদ্যগত বছরের জরা-ক্লান্তি আর অশনি কাটিয়ে ছায়ানটের শিল্পী দল গেয়ে ওঠে ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরনে বাহারি পাঞ্জাবি, ভাঁজ না ভাঙা লাল-হলুদ নতুন গামছা গলায় ঝুলিয়ে, মাথায় বেঁধে আর লাল পেড়ে, সাদা শাড়ি গায়ে জড়িয়ে খোঁপায় বেলির মালা পরে ভোর থেকেই রমনায় আসতে শুরু করেছেন নানা বয়সী নারী-পুরুষ। জামতলায় বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মিলিয়ে উঠতে দেখা গেছে বাবা-মায়ের হাত ধরে প্রথমবার ভোরের পাখি হয়ে আসা কচিকাঁচাদের।
রমনার বটমূলে আসা স্মৃতি গোস্বামী বলেন, ‘প্রায় প্রতিবছরই আসি রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে। এবার এসেছি বিশেষ কারণে। মন থেকেই চাই বৈশাখ বরণ বা উদ্যাপন নিয়ে যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছে, সেটা যেন বন্ধ হয়।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘প্রথমবারের মতো রমনায় এসেছি। সবকিছু ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নিতে চাই।’
শুরুর পর থেকেই গান, যন্ত্রসংগীত আর কবিতার মধ্য দিয়ে চলছে প্রহরের আয়োজন। পছন্দের পরিবেশনায় করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন দর্শনার্থী ও শ্রোতারা।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যের হাসির আলোকছটা যখন সকালের সোনারোদ হয়ে বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে নতুন বাংলা বর্ষ ১৪৩০ বরণ করে নেওয়ার আয়োজন। সদ্যগত বছরের জরা-ক্লান্তি আর অশনি কাটিয়ে ছায়ানটের শিল্পী দল গেয়ে ওঠে ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরনে বাহারি পাঞ্জাবি, ভাঁজ না ভাঙা লাল-হলুদ নতুন গামছা গলায় ঝুলিয়ে, মাথায় বেঁধে আর লাল পেড়ে, সাদা শাড়ি গায়ে জড়িয়ে খোঁপায় বেলির মালা পরে ভোর থেকেই রমনায় আসতে শুরু করেছেন নানা বয়সী নারী-পুরুষ। জামতলায় বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মিলিয়ে উঠতে দেখা গেছে বাবা-মায়ের হাত ধরে প্রথমবার ভোরের পাখি হয়ে আসা কচিকাঁচাদের।
রমনার বটমূলে আসা স্মৃতি গোস্বামী বলেন, ‘প্রায় প্রতিবছরই আসি রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে। এবার এসেছি বিশেষ কারণে। মন থেকেই চাই বৈশাখ বরণ বা উদ্যাপন নিয়ে যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছে, সেটা যেন বন্ধ হয়।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘প্রথমবারের মতো রমনায় এসেছি। সবকিছু ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নিতে চাই।’
শুরুর পর থেকেই গান, যন্ত্রসংগীত আর কবিতার মধ্য দিয়ে চলছে প্রহরের আয়োজন। পছন্দের পরিবেশনায় করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন দর্শনার্থী ও শ্রোতারা।
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৮ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৮ ঘণ্টা আগে