Ajker Patrika

যন্ত্রবাদনের ঝংকারে রমনার বটমূলে স্বাগত বৈশাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১২: ০২
যন্ত্রবাদনের ঝংকারে রমনার বটমূলে স্বাগত বৈশাখ

আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যের হাসির আলোকছটা যখন সকালের সোনারোদ হয়ে বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে নতুন বাংলা বর্ষ ১৪৩০ বরণ করে নেওয়ার আয়োজন। সদ্যগত বছরের জরা-ক্লান্তি আর অশনি কাটিয়ে ছায়ানটের শিল্পী দল গেয়ে ওঠে ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’। 

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

পরনে বাহারি পাঞ্জাবি, ভাঁজ না ভাঙা লাল-হলুদ নতুন গামছা গলায় ঝুলিয়ে, মাথায় বেঁধে আর লাল পেড়ে, সাদা শাড়ি গায়ে জড়িয়ে খোঁপায় বেলির মালা পরে ভোর থেকেই রমনায় আসতে শুরু করেছেন নানা বয়সী নারী-পুরুষ। জামতলায় বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মিলিয়ে উঠতে দেখা গেছে বাবা-মায়ের হাত ধরে প্রথমবার ভোরের পাখি হয়ে আসা কচিকাঁচাদের। 

রমনার বটমূলে আসা স্মৃতি গোস্বামী বলেন, ‘প্রায় প্রতিবছরই আসি রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে। এবার এসেছি বিশেষ কারণে। মন থেকেই চাই বৈশাখ বরণ বা উদ্‌যাপন নিয়ে যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছে, সেটা যেন বন্ধ হয়।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘প্রথমবারের মতো রমনায় এসেছি। সবকিছু ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নিতে চাই।’ 

শুরুর পর থেকেই গান, যন্ত্রসংগীত আর কবিতার মধ্য দিয়ে চলছে প্রহরের আয়োজন। পছন্দের পরিবেশনায় করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন দর্শনার্থী ও শ্রোতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা জীবন ‘একজনের কাছে কৃতজ্ঞ’ থাকবেন তামিম, কে তিনি

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত